মহানগর ডেস্ক : মঙ্গলবার মধ্যরাতে আবার ফেসবুকে পোস্ট করলেন সব্যসাচী চৌধুরী। কারোর নাম না নিয়ে তিনি লিখলেন,’ আর একটু থাকতে দাও ওকে… এসব লেখার অনেক সময় পাবে’। ঠিক রাত দুটো নাগাদ এমন পোস্ট করেন তিনি।
গত সোমবার নেট মাধ্যমে সব্যসাচী ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করার অনুরোধ করেছিলেন সবার কাছে। জানিয়েছিলেন এমন কিছু একটা অলৌকিক হোক যাতে দ্রুত সেরে উঠুক ঐন্দ্রিলা। সবার কাছে আকুল ভাবে প্রার্থনা জানিয়েছিলেন নেট মাধ্যমে।
ঐন্দ্রিলা শর্মার শারীরিক অসুস্থতা নিয়ে মিথ্যা রটনা রুখতে এমন পদক্ষেপ নিয়েছেন বন্ধু সব্যসাচী। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন অভিনেত্রীর অবস্থা এখনো সংকট জনক। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হয় তার। হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তারপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে খবর তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। বরং সঙ্কটজনক। সিপিআর দেয়া হয়েছে তাকে। ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রপচার হয়েছিল তার বিপরীত পাশে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। জ্বর এখনো কমেনি।