Home Entertainment Aindrila Sharma : নড়ছেনা চোখের পাতা, শরীর অসাড়… ভালো নেই ঐন্দ্রিলা

Aindrila Sharma : নড়ছেনা চোখের পাতা, শরীর অসাড়… ভালো নেই ঐন্দ্রিলা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ফের যুদ্ধ জয় করে ফিরে আসুক ঐন্দ্রিলা। সারা বাংলা এখন এই প্রার্থনাতেই ব্যস্ত। আজ ১৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে খবর এখনো রক্তচাপ ওঠা নামা করছে তার। সংক্রমণের কারণে তাকে দেওয়া হচ্ছে করা ওষুধ। তবে তার চোখের পাতা একেবারেই নড়ছে না। শরীর একেবারে অসাড়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অন্য এক বেসরকারি হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞকে আনা হয়েছিল তাকে দেখাবার জন্য। তবে বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কোনরকম উন্নতি নেই তার শরীরে।

শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা অনেকটাই কম। সাধারণ মানুষের যেখানে এর মাত্রা থাকে ১৫। ঐন্দ্রিলা সেখানে রয়েছে তিন। এই স্কেলের মাত্রা নির্ধারণ করে চোখের নড়াচড়া ,অঙ্গ সঞ্চালনা এবং মৌখিক প্রতিক্রিয়া। ঐন্দ্রিলার ক্ষেত্রে যার রিপোর্ট একেবারেই ভালো নয়।

১ নভেম্বর থেকে লড়াই চালাচ্ছেন ঐন্দ্রিলা। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মঙ্গলবার হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তড়িঘড়ি করা হয় তার মাথার অস্ত্রপচার। তবে ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হলেও আচমকাই বুধবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। শুধু তাই নয় মাথার যে পাশে অস্ত্রপচার হয়েছিল তার বিপরীত পাশে নতুন করে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন কমতে শুরু করেছে। এমনকি মাত্রা বাড়াবার পরেও রক্তের অক্সিজেন কম।

দাঁড়িয়ে একমাত্র মিরাকল কিছু হলেই সুস্থ হতে পারেন তিনি। আর সেই আশায় বুক বেঁধেছেন অভিনেত্রীর ছায়া সঙ্গী সব্যসাচী এবং তার অনুরাগী। সকলেই আশা করছেন এর চমৎকার ঘটিয়ে ফিরবেন তিনি। প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়াবেন পাহাড়ে। আশার আলো দেখতে না পেলেও হাল ছাড়তে নারাজ প্রত্যেকে।

You may also like