Home Entertainment Aindrila Sharma : ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মিরাকেলের জন্য? উদ্বিগ্ন সব্যসাচী, কেমন আছেন ঐন্দ্রিলা?

Aindrila Sharma : ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মিরাকেলের জন্য? উদ্বিগ্ন সব্যসাচী, কেমন আছেন ঐন্দ্রিলা?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : হাওড়ার এক বেসরকারি হাসপাতালে দীর্ঘ দু সপ্তাহ ধরে জীবন যুদ্ধে বাজি রেখে লড়াই চালাচ্ছেন ঐন্দ্রিলা শর্মা। শুরুর দিন থেকেই কোন রকম সার নেই শরীরে। কখনো কমছে কখনো বাড়ছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী। ১লা নভেম্বর আচমকাই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান তার ব্রেন স্ট্রোক হয়েছে।

সবকিছুর মাঝেই আতঙ্কে দিন কাটছে তার পরিবারের। যদিও চিকিৎসা কিরা জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিকছিলেন তিনি। সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত। তবে আজমকে খবর সামনে এসেছে শরীরের সংক্রমণ ধরা পড়েছে অন্য জায়গায়। আশঙ্কা অত্যন্ত সংকটজনক। এতদিন সেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচীকে। এর মাঝে সোমবার সন্ধ্যায় এক পোস্ট দেন তিনি। যেখানে লিখেছেন,’ মিরাকেল হোক, ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করুন’। পোস্ট দেখে অনেকেই। তাহলে কি ঐন্দ্রিলার অবস্থা সত্যি আশঙ্কা জনক। এতটাই কি খারাপ যে কারণে এমন ধরনের প্রার্থনা জানাতে হচ্ছে সব্যসাচীকে?

ঠিক কী লিখেছেন সব্যসাচী?

সোমবার সন্ধ্যায় সব্যসাচী ফেসবুকের দেওয়ালে লেখেন- ‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকেলের জন্য প্রার্থনা করুন। অলৌকিক কিছু একটা ঘটনা ঘটুক, প্রার্থনা করুন। সব কঠিন পরিস্থিতির সঙ্গে ও অতিমানবীয় লড়াই লড়ছে’।

আন্দুলের নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের আই সি ইউ তে রয়েছেন তিনি। রয়েছে সি-প্যাপ সাপোর্ট। কোমার মধ্যেই রয়েছেন নায়িকা।

You may also like