Home Entertainment Aindrila Sharma: ১০ বার পর পর হার্ট অ্যাটাক ঐন্দ্রিলার! শনিবার সন্ধ্যা থেকে সংকটে অভিনেত্রী

Aindrila Sharma: ১০ বার পর পর হার্ট অ্যাটাক ঐন্দ্রিলার! শনিবার সন্ধ্যা থেকে সংকটে অভিনেত্রী

by Arpita Sardar

মহানগর ডেস্ক: হাসপতালে একপ্রকার মৃত্যুঞ্জয়ী লড়াই চালিয়ে যাচ্ছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। জীবন প্রদীপের সলতে যেন কখনোও নিভু নিভু তো কখনও আবার দপ করে জ্বলে উঠছে। একসময় সব আসা যেন মিথ্যে প্রমাণ করেছিল। কিন্তু আবারও তার অবস্থার উন্নতি দেখেন চিকিৎসকরা। কিন্তু আবারও সংকটের মুখে অভিনেত্রী। শনিবার সন্ধের পর রাতে একাধিকবার হার্ট অ্যাটাকের সম্মুখীন (cardiac arrest) হয়েছেন ঐন্দ্রিলা(Aindrila Sharma)। হাসপাতাল সূত্রে খবর, অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে অতি সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছেন অভিনেত্রী। এরপরই মুহূর্তেই তাকে সিপিআর দেওয়া হয়েছে। ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন ঐন্দ্রিলার পরিবার থেকে অনুরাগীরাও।

শনিবার সন্ধের পর থেকেই তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশনে (ventilation) রাখা হয়েছে। কারণ ঐন্দ্রিলার রক্তচাপ মুহুর্মুহু ওঠা নামা করছে। সেটি নিয়ন্ত্রণে রাখতেই ইনোট্রোপেস দেওয়া হয়েছে। সঙ্গে চলছে অ্যান্টিবায়োটিক। কারণ সাধারণ মানুষের শরীরে গ্লাসগো কোমা স্কেল থাকে ১৫, সেখানে ঐন্দ্রিলার গ্লাসগো কোমা স্কেলের মাত্রা এখনও বর্তমানে ৫। এটি আদতে সংজ্ঞাহীনতার পরিমাপ। তাই আশঙ্কার মেঘ দেখছেন ডাক্তাররা।

উল্লেখ্য, ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে নড়িয়ে গত দু’সপ্তাহেরও বেশি হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শয্যাশায়ী ঐন্দ্রিলা। এরপর তাঁর মাথায় চলে অস্ত্রোপচার। তারপর থেকেই একপ্রকার ভেন্টিলেশন সাপোর্টেই তিনি বেঁচে রয়েছেন। যদিও চলতি সপ্তাহের শুক্রবারই হাসপাতালের পক্ষ থেকে অভিনেত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতির কথা জানানো হয়। এই খবর ঐন্দ্রিলার প্রেমিক তথা অভিনেতার সব্যসাচী চৌধুরী নিজের ফেসবুক প্রোফাইলে ভাগ করে নিয়েছিলেন। তারপর থেকে অনুরাগী মহলে বেশ কিছুটা খুশির আবহ তৈরি হয়। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঐন্দ্রিলার রায় দশবার হার্ট অ্যাটাকের ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসক থেকে পরিবার-পরিজন ও অনুরাগীরা।

You may also like