Home Entertainment Aindrila Sharma : জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার, অসুস্থতার জেরে বাদ পড়লেন নতুন ছবি থেকে

Aindrila Sharma : জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার, অসুস্থতার জেরে বাদ পড়লেন নতুন ছবি থেকে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছিলেন ঐন্দ্রিলা শর্মা। ক্যান্সারের মতো মারণ রোগকে হারিয়ে ফের টলিউডের কাজের জগতে ফিরছিলেন তিনি। ভাগাড় নামক একটি ওয়েব সিরিসে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেও দেখা গিয়েছে তাকে। কথা ছিল আরো একটি নতুন ছবির কাজ করার। তার মাঝেই হঠাৎ করে ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিল।

আগের দিন রাতে যে ভালবাসার মানুষের জন্মদিন পালন করলেন। ২৪ ঘন্টা পেতে না পেরেতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা শর্মা। তড়িঘড়িটাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি তার। মাথায় হয়েছে অস্ত্র প্রচার। গোয়ায় যাওয়ার কথা ছিল ঐন্দ্রিলার। কিন্তু এখন তা আর সম্ভব নয়। অন্যদিকে শুটিং শুরু হতেও দেরি হয়ে গিয়েছে অনেকটা। সূত্রের খবর অনুযায়ী ঐন্দ্রিলার ওই চরিত্রে দেখা যাবে অন্য এক অভিনেত্রীকে। আর এই খবর এসেছে ওই শুটিংয়ের নাম প্রকাশের অনিচ্ছুক এক সদস্যের কাছ থেকে।

তার কথা অনুযায়ী বাকি সবাই গোয়া পৌছে গিয়েছিলেন। ঐন্দ্রিলার অসুস্থতার জন্য এমনিতেই শুটিং শুরু হতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছে। নায়ক নায়িকার মতন একটি ছবির পেছনে যুক্ত থাকেন কয়েকশো মানুষ। শহর থেকে বাইরে গেলে খুঁটিনাটি সামলানোর জন্য আরো বহু কিছু মানুষের। স্বাভাবিকভাবেই খরচা অনেকটা বেড়ে যায়। বলিউড কিংবা দক্ষিণী ছবির ক্ষেত্রে প্রযোজকরা যে বিলাসিতা দেখান বাংলার ক্ষেত্রে সেটা দেখান না অনেকেই। তাই বাজেট এখানে সীমাবদ্ধ। এতগুলো কারণকে মাথায় রেখে ঐন্দ্রিলার অনুপস্থিতিতেই নতুন নায়িকাকে নিয়ে শুরু হলো নতুন ছবির শুটিং।

যদিও ইন্ডাস্ট্রির একাংশের দাবি এটা ঠিক নয়। আরেকটু সময় অপেক্ষা করা উচিত ছিল অভিনেত্রীর জন্য। তাদের বিশ্বাস ঐন্দ্রিলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরবেন শুটিং ফ্লোরে। তাই আরো কিছুটা অপেক্ষা করে গেলে ভালো হতো। আবার কেউ কেউ তাদের সিদ্ধান্তকে ঠিক বলে মনে করেছেন।

মঙ্গলবার রাত থেকে আকাঙ্ক্ষা শরীরের অবনতি হতে শুরু করে তার। ধীরে ধীরে তার হাত এবং পা অবশ হয়ে যেতে শুরু করে তারপর মাথায় যন্ত্রণা শুরু হয়। বমি করেন ঐন্দ্রিলা। তখনই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কের রক্তক্ষরণ শুরু হয় তার সেখান থেকেই আচমকা ব্রেন স্ট্রোক। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জ্ঞান ফেরেনি নায়িকার।

You may also like