মহানগর ডেস্ক : আরো সঙ্কটজনক ঐন্দ্রিলা শর্মা। ব্রেন স্ট্রোকের পর এবার হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। সূত্রের খবর হাসপাতাল তরফে। অবস্থা স্থিতিশীল নয় মোটেই। পরপর হৃদরোগে আক্রান্ত তিনি। মঙ্গলবার হাসপাতালে তরফে জানা গিয়েছে ব্রেন স্ট্রোকের পর মাথায় যে পাশে অস্ত্রপচার হয়েছিল তার ঠিক বিপরীত পাশে নতুন করে রক্ত জমাট বেঁধেছে। যে কারণে বেশ চিন্তায় চিকিৎসকেরা। আগের ওষুধ বদল করে নতুন এন্টিবায়োটিক চালু করা হয়েছে অভিনেত্রীর। এখন দেখার তাতে সাড়া দেয় কিনা।
আপাতত পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। নতুন করে যে রক্ত জমাট বেঁধেছে সেখানে আর অস্ত্রপচার সম্ভব নয়। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা। সংক্রমণ যে চিন্তা বাড়াচ্ছে তার আভাস আগেই দেওয়া হয়েছিল হাসপাতালে তরফে। পরিস্থিতি একদমই আশা জনক নয়।
গত সপ্তাহে ঐন্দ্রিলার দ্রুত সেরে ওঠা নিয়ে আশা দেখা গেলেও চলতি সপ্তাহে যেন ৩৬০° ছবি পরিবর্তন হয়ে যায়। উঠ ব্যাগ বাড়ছে অভিনেত্রীর কাছের মানুষদের মনে। এমনকি ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী সোশ্যাল মাধ্যমে যে পোস্ট দিয়েছেন সেখানে অলৌকিক কিছু হওয়ার প্রার্থনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার অনুরাগেদের প্রার্থনা করতে বলেছেন তার সুস্থতার জন্য।
ঐন্দ্রিলা দ্রুত আরোগ্য কামনায় পাশে রয়েছে গোটা টলিপাড়া। মঙ্গলবার পরমব্রত নিজের ফেসবুকে এবং সব্যসাচীর একটি ছবি শেয়ার করে লিখেছেন,’ এই মেয়েটি এবং তার সঙ্গীর জন্য প্রার্থনা করুন। শুরু থেকে মেয়েটির পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের দুজনকেই ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু ঐন্দ্রিলা তোমার লড়াইকে কুর্নিশ জানাতে চাই’।