মহানগর ডেস্ক : একটা দিন প্রায় কেটে গেল। ২৪ বছরের ঐন্দ্রিলা শর্মা আর নেই। জীবনটাকে ভালো করে দেখার আগেই ক্যান্সারের অসম যুদ্ধে থামিয়ে দিল চলার পথ। তবে ওই নিলে হারেন নি বরং জয়ী হয়েছে। সেই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবার পরিজনেরা। ভেঙে পড়েছে গোটা টলিউড। যারা তাকে চেনেন কিংবা যারা থেকে চেনেন না সবাই শোকে কাতর।
সেই শোকে গা ভাসিয়েছেন বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান। কলকাতা এবং বাংলাদেশ দুই জগতে ইন্ডাস্ট্রির সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে তার। তবে ব্যক্তি ঐন্দ্রিলাকে সেভাবে না চিনলেও তার জন্য শোক প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তিনি লিখেছেন,’ঐন্দ্রিলাকে ব্যক্তিগত ভাবে চিনি না, কিন্তু কিছু মানুষ থাকেন যাঁদের দেখলে জীবন ঝকমকিয়ে ওঠে। সমাজমাধ্যমে সে ভাবেই ঐন্দ্রিলা বার বার ধরা দিয়েছে আমার কাছে। সব সময় মুখে উজ্জ্বল হাসি, জীবনশক্তিতে দৃপ্ত চোখ। জীবনের প্রতিটা মুহূর্ত আদর করে বেঁচে নিচ্ছিল মেয়েটা, সঙ্গে বাঁচার আসল মর্মটুকু শেখাচ্ছিল আমাদের প্রতিনিয়ত। কী হবে জীবন, যদি তা এমন অন্ধকার দিনে ব্যথিয়ে না ওঠে… আজ ওর শেষ যাত্রায় যে অসীম অনুপ্রেরণা রেখে গেল ঐন্দ্রিলা, তাতেই শান্তি আসুক… এমন অনুপ্রেরণা ভেন্টিলেশনের হাজার সুচকে বার বার বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যাওয়ার ক্ষমতা রাখে। সেই অসীম ক্ষমতায় ঐন্দ্রিলা আজ জয়ী… মৃত্যু, শোক, ওকে ছুঁয়ে নতুন অর্থ পেল। ভাল থেকো লড়াকু মেয়ে, মনের মাঝে জীবন চেতনা হয়ে অমর থেকো আজীবন ‘।
গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় ঐন্দ্রিলা শর্মা। ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। তারপর থেকেই এক অসম লড়াই শুরু হয় ঐন্দ্রিলার জীবনে। কিছু ক্ষেত্রে মাঝে মাঝে আশার আলো দেখতে পাওয়া গেলেও অবশেষে বিশ্রাম চাইল তার শরীরে। জীবন যুদ্ধে হেরে যায় ঐন্দ্রিলা।