Home Uncategorized Aindrila Sharma : অবস্থা অত্যন্ত সংকটজনক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা

Aindrila Sharma : অবস্থা অত্যন্ত সংকটজনক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : লড়াইটা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। মৃত্যুর সঙ্গে ক্রমাগত পাঞ্জা লড়ে চলেছেন ঐন্দ্রিলা শর্মা। জ্ঞান এখনো ফেরেনি। পাশে রয়েছে পরিবার এবং সব্যসাচী চৌধুরী। এর মাঝেই হাসপাতাল সূত্রে খবর অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে ঐন্দ্রিলা।

নভেম্বরের প্রথম দিন রাতেই হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। হাসপাতালে ভর্তি করা হয়ে তড়িঘড়ি অস্ত্র প্রচার করা হয় মস্তিষ্কে। তারপর থেকেই কমাতে রয়েছেন তিনি। পালস রেট প্রতি মিনিটে ১১২। রক্তচাপ ১১০/১৭। কালার্স বাংলায় ঝুমুর ধারাবাহিক এর মাধ্যমে বাংলা টেলিভিশন জগতে পা রেখেছিলেন তিনি। এরপর স্টার জলসা জীবন জ্যোতি ধারাবাহিকে মুখ্য চরিত্র দেখা যায় ঐন্দ্রিলাকে। বাংলায় জিয়ন কাঠি ধারাবাহিকে অভিনয় করে সবার মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তারপরেই ক্যান্সারে আক্রান্ত হন তিনি।

শরীরে দুবার মারণ রোগ থাবা বসেছে তার। আর দু বাড়ি ক্যান্সারকে হারিয়েছেন তিনি। পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছিল। ধীরে ধীরে ফের কাজের জগতে ফিরছিলেন তিনি। আচমকা ছন্দপতন। দুশ্চিন্তায় তার অনুরাগীরাও। বেশ কিছু মিডিয়া ঐন্দ্রিলাকে নিয়ে নেতিবাচক খবর ছড়ানোই সোশ্যাল মাধ্যমে তার প্রেমিক কথা বন্ধু সব্যসাচী একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তার বিষয় নেতিবাচক খবর ছড়ানো এবং বিভ্রান্তিকর কথাবার্তা বলতে বারণ করেছেন তিনি। পাশাপাশি জানিয়ে দিয়েছেন বাড়ির লোককে যাতে কোনভাবে বিরক্ত না করা হয়। একই সঙ্গে কোন ধরনের সাক্ষাৎকারে তাকে যেন না ডাকা হয়।

You may also like