মহানগর ডেস্ক : আজ ১৩ দিন হল সমস্ত যুদ্ধ শেষ করে না ফেরার দেশে চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। কিন্তু সোশ্যাল মাধ্যমে যেন তিনি ঘুরেফিরে বেড়াচ্ছেন নিত্য। তার স্মৃতি যেন মুছতে চাইছে না কারোর মধ্যে থেকে। তার দিদি ঐশ্বর্য শর্মা বোনের সঙ্গে কাটানো মুহূর্ত ঘুরে ফিরে দেখছেন বারবার। এখন তো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতেই অভ্যাস করতে হবে তার পরিবারকে। তবে তার স্মৃতিকে তরতাজা করতে এবার হাজির টেলিভিশন। ফের ফিরে আসছেন ঐন্দ্রিলা আরো একবার।
সোমবার থেকে আবার শুরু হবে ঐন্দ্রিলার দ্বিতীয় বার পথ চলা। সেখানে দর্শক তাকে আবার হাসতে, কথা বলতে ,কাঁদতে দেখবেন। নতুন করে সম্প্রচার হবে শেষ ধারাবাহিক জিয়নকাঠির। দ্বিতীয়বার ক্যান্সারকে জয় করে ধারাবাহিকের মাধ্যমে পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী। ঐন্দ্রিলা কে আবার ছোট পর্দায় দেখতে পাওয়ার পাবনা থেকেই এই সিদ্ধান্ত। তবে চ্যানেল কর্তৃপক্ষ যদিও কথা বলতে নারাজ এই বিষয়ে।
অভিনেত্রীর মৃত্যুর পর তার পরিবার কিংবা সাজির তরফে মেলেনি কোনরকম প্রতিক্রিয়া। সূত্রের খবর অনুযায়ী নায়িকার অন্তেষ্টিক্রিয়া করতে নারাজ সব্যসাচী। তার কথা মতো কোনো পরলৌকিক ক্রিয়া করা হয়নি। কারণ ঐন্দ্রিলা যেন এখনো তাদের কাছেই আছেন।