মহানগর ডেস্ক : বুধবার মধ্যরাতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এক ভুয়ো খবর রটে যায় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থাকে নিয়ে। খবর রটে যায় মারা গিয়েছেন অভিনেত্রী। তারপরেই কলম ধরেন ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী। সরাসরি কারো নাম না নিয়ে তিনি লেখেন,’ আরো একটু থাকতে দাও ওকে… এসব লেখার অনেক সময় পাবে’।
আপাতত অভিনেত্রী ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছে। পরিবারের আর্জি , সঠিক খবর না জেনে তাকে নিয়ে যেন কোন মন্তব্য না করা হয়। এর মাঝেই বিরক্ত হয়ে মুখ খুললেন অভিনেতার কাছের বন্ধু সৌরভ দাস। অভিনেত্রী অসুস্থ হবার পর থেকেই পাশে রয়েছেন তিনি। যদিও শারীরিকভাবে এখন থাইল্যান্ডে রয়েছেন সৌরভ। ‘আবার বিবাহ অভিযান’ ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। সেখান থেকে খবর রাখছেন সবকিছুর।
বন্ধুর মিথ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে মুষরে পড়েছেন তিনি। ফেসবুকে পোস্ট করেছেন,’ বেঁচে আছে এখনো। মেরে ফেলো না ওকে। পায়ে পড়ছি’। বৃহস্পতিবার সকালে প্রথম পোষ্টের ঘন্টা দুয়েক পরে নেট মাধ্যমে আরও একটি পোস্ট শেয়ার করেন সৌরভ। সেখানে যদিও কিছুটা ক্ষোভ প্রকাশ পেয়েছে তার। লিখেছেন,’ নিশ্চিত ভিডিও বানিয়েও রাখা হয়েছে। এন্ড দেট ইমোশনাল পোস্ট অফ হাউ মাচ ইউ লাভ ডার লাস্ট হইয়েন ইউ মেট হার? সোশ্যাল প্যারাসাইট’। যার বাংলা করলে বোঝায় যে সমস্ত আবেগপ্রবণ পোস্ট সে যে তুমি তাকে কতটা ভালোবাসো। বলতে পারো শেষ কবে ওর সঙ্গে দেখা করেছ?
গত ১লা নভেম্বর থেকে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ঐন্দ্রিলা শর্মা। আজ ১৭ দিন ধরে জীবন যুদ্ধের লড়াই চালাচ্ছেন তিনি। এবারেও টলি পাড়া থেকে অনুরাগীদের বিশ্বাস মারণ রোগকে হারানোর মতো ঐন্দ্রিলা ফের বিজয়ী হয়ে ফিরে আসবে।