মহানগর ডেস্কঃ ফ্লাইট অ্যাটেন্ডরদের চুলের রঙ থেকে পরিধেয় পোশাক সব কিছুর উপরেই রাজ ফরমান। রীতিমত রাজকীয় কায়দায় হতে হবে তাঁদের সাজসজ্জা। সেই সংক্রান্ত ৪০ পাতার বিস্তারিত নির্দেশিকা জারি করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
পোশাকের ক্ষেত্রে মহিলাদের জন্য নির্দেশিকাতে জানানো হয়েছে, নেল পেন্ট ইউনিফর্মের সঙ্গে ম্যাচ করে লাগাতে হবে। ন্যুড এবং পার্লি হোয়াইট নেইল পেন্টের সঙ্গে ফ্রেঞ্চ ম্যানিকিওর করা যাবে। শুধুমাত্র শাড়ির সঙ্গে ০.৫ সেন্টিমিটার মাপের বিন্দি পরা যাবে। এর থেকে বড় নয়। ইউনিফর্মের সঙ্গে পরতে হবে কালো কাফ লেংথ মোজা। যাতে থাকবেনা কোনও লোগো।
মহিলাদের প্রসাধনী হিসেবে স্কিন টোনের সঙ্গে ম্যাচ করা ফাউন্ডেশন এবং কনসিলার নিয়মিত ব্যবহার করা বাধ্যতামূলক। শেড কার্ড মেনে করতে হবে মেক আপ। একই নিয়ম কার্যকর হবে লিপস্টিক, নেইল পেন্ট, হেয়ার শেড কার্ড ইত্যাদির ক্ষেত্রে। পাশাপাশি জানানো হয়েছে ব্যক্তিগত শেডকার্ড ব্যবহার করা যাবে না।
অন্যদিকে চুলের ক্ষেত্রেও মানতে হবে বিভিন্ন নির্দেশিকা। ছেলেদের চুল ছেঁটে সিঁথি কেটে আঁচড়াতে হবে। হেয়ার জেল লাগানো বাধ্যতামূলক। নিয়মিত দাড়ি কামিয়ে ক্লিন শেভড থাকতে হবে। পাশাপাশি মহিলাদের চুল হাইলাইট করা একদম বারণ। খুব উঁচুতে টপ নট এবং ঘাড়ের উপর শোয়ানো বান করা যাবে না। বান মাঝামাঝি অবস্থানে রাখতে হবে। চারটি মাত্র কালো মাঝারি মাপের টিকট্যাক বা ববি পিন লাগানো যাবে, যার সবগুলিই একই আকারের ও মাপের হতে হবে।
হাতে পরা যাবে না কোনও ধর্মীয় আংটি। এমনকি থাম্বরিং, নোজপিন, গলায় অলংকারের ব্যবহারও নিষেধ। পুরুষরা শুধুমাত্র ওয়েডিং ব্যান্ড ডিজাইন রিং পরতে পারবেন। মহিলারা ডিজাইন ছাড়া সোনা বা রূপোর একটি সরু বালা পরতে পারবেন। তাতে কোনও দামি পাথর থাকবে না।
এখানেই শেষ নয়। ৪০ পাতার দীর্ঘ নির্দেশিকায় ফিরিস্তি আছে অনেক। মনে করা হচ্ছে খুব শীঘ্রই নতুন রূপে এয়ার ইন্ডিয়ার অ্যাটেন্ডররা ধরা দেবেন যাত্রীদের কাছে।