Home Featured Air ‘National Interest’ content: ‘কমপক্ষে ৩০ মিনিট দেখাতেই হবে জাতীয় স্বার্থের বিষয়বস্তু’, টিভি চ্যানেলকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ

Air ‘National Interest’ content: ‘কমপক্ষে ৩০ মিনিট দেখাতেই হবে জাতীয় স্বার্থের বিষয়বস্তু’, টিভি চ্যানেলকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ

by Arpita Sardar

মহানগর ডেস্ক: এবার থেকে দেশের সমস্ত চ্যানেলেই বাধ্যতামূলক করা হল জাতীয় ও জনস্বার্থের বিষয়বস্তু সম্প্রচার। ২৪ ঘন্টার মধ্যে অন্তত পক্ষে ৩০ মিনিট এই সম্প্রচারের নিয়মকে স্বকৃতি দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই সংক্রান্ত ‘ভারতে টেলিভিশন চ্যানেলের আপলিঙ্কিং এবং ডাউনলিঙ্কিংয়ের নির্দেশিকা, ২০২২’কে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে খেলাধুলো, জীবজন্তু বিষয়ক এবং বিদেশি চ্যানেলগুলি অবশ্যই এই নিয়মের আওতার বাইরে পড়বে।

তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সমস্ত চ্যানেলের অধিকারীদের সঙ্গে আগামী কিছুদিনের মধ্যেই এই নির্দেশিকা নিয়ে বৈঠক করা হবে। তথ্য মন্ত্রকের পক্ষ থেকেই সম্প্রচারের বিষয়বস্তু জানানো হবে। নয়া নির্দেশিকা অনুযায়ী, সর্বজনীন সম্পত্তি হিসেবে চিহ্নিত হওয়া একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করেই চ্যানেলগুলিকে নিজেদের সম্প্রচার জারি রাখতে হবে। তাই এই ফ্রিকুয়েন্সির কিছুটা জনগণের স্বার্থে ব্যবহার করা উচিৎ বলে মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রক।

জানানো হয়েছে, এই জাতীয় স্বার্থের বিষয়বস্তুর মধ্যে পড়বে শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তি, নারী কল্যাণ, কৃষি ব্যবস্থা, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমূলক বিষয়, গ্রামীণ উন্নয়ন, পরিবেশ রক্ষা, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় সংহতির মতো ‘থিম’ বা বিষয়। আর এগুলির ওপর অনুষ্ঠান সম্প্রচার করা যেতে পারে। নয়া নিয়ম অনুযায়ী, সম্প্রচারের জন্য চ্যানেলগুলির উদ্দেশে একটি নির্দেশিকা প্রস্তুত করতে পারে কেন্দ্রসরকার। যে নির্দেশিকাকে মেনে চলতে হবে প্রত্যেকটি চ্যানেলকে। আর এই নয়া নিয়ম কার্যকর হলেই চ্যানেলগুলির ওপর নজরদারি চালাতে পারবে কেন্দ্র। এমনকি নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট চ্যানেলকে জবাবদিহি থাকতে বাধ্য করা হবে। এবার এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা অতি সত্ত্বর প্রকাশ করতে চলেছে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সচিব।

You may also like