Home Entertainment AKASHVANI KOLKATA: আর জে হওয়ার সুযোগ এবার অল ইন্ডিয়া রেডিওতে, প্রকাশিত নিয়মকানুন

AKASHVANI KOLKATA: আর জে হওয়ার সুযোগ এবার অল ইন্ডিয়া রেডিওতে, প্রকাশিত নিয়মকানুন

by Arpita Sardar
all india radio, akashnani bhanan, radio jockey, bengali f.m channel

মহানগর ডেস্কঃ অল ইন্ডিয়া রেডিওতে আর জে হিসেবে কাজ করার সুযোগ পেতে চলেছেন বাচিক শিল্পীরা। এফ এম চ্যানেলের জন্য আর জে নিয়োগ করছে আকাশবানী ভবন। সম্প্রতি প্রসার ভারতীর তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করাও হয়েছে।

আকাশবাণী সূত্রে খবর, সম্পূর্ণ সাময়িক এবং চুক্তির ভিত্তিতে বাংলা ভাষার আর জে নেওয়া হচ্ছে অল ইন্ডিয়া রেডিওতে। মূলত উপস্থাপক – উপস্থাপিকাদের প্যানেল তৈরির জন্যই এই আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে অল ইন্ডিয়া রেডিওর তরফে। তবে আবেদন করতে হলে আবেদনকারীকে মানতে হবে বেশ কিছু নিয়মকানুন।

নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ২০ থেকে ৪০ বছর বয়সীরা উপস্থাপক বা উপস্থাপিকার জন্য আবেদন করতে পারবেন। কণ্ঠস্বর অবশ্যই হতে হবে মাইক্রোফোন উপযোগী। আবেদনকারীর বাংলা উচ্চারণ সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়। পাশাপাশি কম্পিউটারে কাজ জানা দরকারি। রেডিও অডিও, সোশ্যাল মিডিয়া পাশাপাশি স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কেও আবেদনকারীকে ওয়াকিবহাল থাকতে হবে। পাশাপাশি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদও জানতে হবে অনুবাদকারীকে।

কলকাতা এবং সংলগ্ন স্থানের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে আকাশবাণী প্রকাশিত নির্দেশিকায়। একটি সাদা কাগজে আবেদনকারীকে নাম, পরিচয়, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, উল্লেখ করে গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতার প্রমাণপত্রের ফটো কপি জমা করতে হবে। খামের উপর ‘এফ এম বাংলা উপস্থাপক/ উপস্থাপিকার জন্য আবেদন’ বা ইংরেজিতে ‘Assignee For Progamme Presentation On FM’ কথাটা লেখা বাধ্যতামূলক। এই আবেদনের জন্য জমা করতে হবে ৩৫৪ টাকা। NEFT/ Bank Transfer এর অরিজিনাল কপি পাঠাতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা, কেন্দ্র অধিকর্তা, এফ এম বাংলা বিভাগ, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেনস, কলকাতা- ৭০০০০১। এছাড়াও ইমেইলের মাধ্যমেও পাঠানো যাবে আবেদনপত্র। ইমেইল আই ডি [email protected] । আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে এফ এম বাংলা বিভাগের ৪২ নম্বর ঘরে গিয়ে আবেদনপত্র জমা করে আসা যাবে।

তিনটি পর্বে আবেদনকারীকে পরীক্ষা প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে। এর মধ্যে রয়েছে লিখিত পরীক্ষা, ভয়েস টেস্ট এবং সাক্ষাৎকার। একটি ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র পরের ধাপের জন্য নির্বাচিত হবেন। এছাড়াও উপস্থাপক/উপস্থাপিকাদের প্রয়োজনের ভিত্তিতে কাজের আমন্ত্রণ জানানো হবে। দিনের যে কোনও সময় কাজের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে নির্বাচিত RJ-দের। এছাড়াও তাঁদের প্যানেলে থাকার জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, পুনর্মূল্যায়ন পরীক্ষায় বসতে হবে। এই নির্বাচন সম্পূর্ণ প্রয়োজন ভিত্তিক, সাময়িক এবং চুক্তি নির্ভর। এই প্যানেল কোনও অবস্থাতেই স্থায়ী হিসেবে বিবেচিত হবে না। বিস্তারিত তথ্যের জন্য প্রসার ভারতীর ওয়েবসাইট prasarbharati.gov.in/pbvacancies/-এ চোখ রাখলেই হবে।

You may also like