মহানগর ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু প্রসঙ্গে অখিল গিরির মন্তব্য ঘিরে উত্তাল রাজ্যের রাজনীতি। অখিল গিরির মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে। অখিল গিরির হয়ে ক্ষমা চেয়ে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অখিল গিরিকে ফের নোটিশ পাঠানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের বুধবার শুনানি ফের শুনানি হবে।
নন্দীগ্রামে শহীদ স্মরণ মঞ্চে আগুন ঘিরে শুক্রবার থেকেই অশান্ত নন্দীগ্রাম। রাজ্যের মন্ত্রী সহ তৃণমূলের বহু শীর্ষ নেতা নন্দীগ্রামে ওই ঘটনার প্রতিবাদ জানাতে উপস্থিত ছিলেন। সেখানেই অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুর বাহ্যিক রূপ নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, ‘তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’
অখিল গিরির এই মন্তব্যে গোটা রাজ্যজুড়ে নিন্দা-প্রতিবাদের ঝড়। বিরোধী দলের শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মত নেতারা নিন্দায় সরব হয়েছিলেন। জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছিল গেরুয়া শিবির।
শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে একটি টুইট করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় দলের তরফে অখিল গিরির মন্তব্যের তীব্র বিরোধিতা করা হচ্ছে। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরণের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিল গিরির মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছেন দল থেকে অখিল গিরিকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তিনি এও জানান অখিল গিরি এমন মন্তব্য করে অন্যায় করেছেন। তাই বিধায়কের তরফে তিনি ক্ষমাও চেয়ে নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন, ভবিষ্যতে এমন মন্তব্য করলে দল উপযুক্ত ব্যবস্থাও নেবে।