Home Top Stories Akhil Giri: রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জের! অখিল গিরির নামে দায়ের জনস্বার্থ মামলা

Akhil Giri: রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জের! অখিল গিরির নামে দায়ের জনস্বার্থ মামলা

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: রাষ্ট্রপতির রূপ নিয়ে কুরুচিকর মন্তব্য! এবার তার জের গিয়ে পৌঁছালো হাইকোর্টে। এদিন রাজ্যের মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) নামে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। আর সেই মামলা গ্রহণ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কখনও অখিল গিরিকে ‘হাফ প্যান্ট পরা মন্ত্রী’, আবার কখনও ‘কাকের মতো দেখতে’ বলে কটাক্ষ করেছেন। তারই যোগ্য জবাব দিতে গিয়ে প্রকাশ্যে একটি জনসভায় অখিল গিরি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সরাসরি আক্রমণ করে বসেন দেশের মহিলারা রাষ্ট্রপতিকে। তিনি প্রশ্ন তোলেন তাঁর চেহারা নিয়ে। যা নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়।

প্রাথমিকভাবেই অখিল গিরির প্রকাশ্যে দ্রৌপদী মূর্মুর চেহারা নিয়ে আক্রমণ করার ভিডিও প্রকাশ করেন অমিত মালব্য। তিনি টুইট করে রাজ্যের মন্ত্রীকে কটাক্ষ করেন। এরপরই একে একে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা অখিল গিরি সহ রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেন।

এবার সেই জল গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটি দায়েরের পাশাপাশি, দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। মামলাকারীর দাবি, অখিল গিরিকে অবিলম্বে রাজ্যের মন্ত্রিত্ব পদ থেকে সরাতে হবে।

You may also like