Home Entertainment Akshay-Ajay : অক্ষয়ের সঙ্গে টেক্কা অজয়ের! ফের বক্স অফিসে মুখোমুখি দুই তারকার ছবি

Akshay-Ajay : অক্ষয়ের সঙ্গে টেক্কা অজয়ের! ফের বক্স অফিসে মুখোমুখি দুই তারকার ছবি

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : উৎসবে বক্সঅফিসে মুক্তি পেয়েছে একসঙ্গে দুটি ছবি। রাম সেতু এবং থ্যাংক গড। তবে সমস্যার মুখে দুটি ছবি। কারণ দুই ছবিতে অভিনয় করেছেন বলিউডের দুই মহারথী। একদিকে অক্ষয় কুমার-জ্যাকলিন ফার্নান্ডেজের কেমিস্ট্রি। অন্যদিকে নয়া অবতার হাজির হয়েছেন অজয় দেবগন। যার সঙ্গে রয়েছেন অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থ মালহোত্রা। অর্থাৎ কঠিন পরীক্ষার মুখোমুখি দুই ছবি।

যদিও সামনে কেউ কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন না। এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন,’ রাম সেতু এবং থ্যাংক গড দুটি আলাদা ধরনের ছবি। দুটি আলাদা ভাবে দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমরা। হ্যাঁ হয়তো মুক্তির দিন এক। তবে আমরা কেউ কারোর প্রতিযোগী নয়। ভবিষ্যতেও হবো না। দর্শকরা বেছে নেবেন কোন ছবি তারা বেশি গ্রহণ করছেন। উৎসবের দিনে দুটি ছবিই পরিবার এবং বন্ধুবান্ধবকে নিয়ে দেখার মতো ছবি’।

উল্লেখ্য রামসেতু ছবিটিতে রয়েছে ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি। রাম সেতুর অস্তিত্ব নিয়ে তা পরীক্ষামূলকভাবে লোকের সামনে তুলে আনার গল্প অক্ষয়ের এই ছবি। অন্যদিকে মানুষের সারা জীবনের ভালো মন্দের হিসেব রাখেন যিনি সেই চিত্রগুপ্ত অবতারে হাজির হয়েছেন অজয় দেবগন। যিনি সিদ্ধার্থের পাপ পুণ্যের হিসাব করবেন।

দুটি ছবির ট্রেলার সামনে আসতেই বেশ উত্তেজনা দেখা গিয়েছিল দর্শকদের মধ্যে। এখন দেখার বক্স অফিসের লড়াইতে কোন ছবি সামান্য এগিয়ে থাকে। কোন ছবি থাকে সামান্য পিছিয়ে।

You may also like