মহানগর ডেস্ক : বলিউডের পর এবার মারাঠা ছবিতে অক্ষয় কুমার। ‘বেদাত মারাঠি বীর দুদলে সাত’ ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার। সেখানে ছত্রপতি শিবাজীর ভুমিকায় দেখা যাবে তাকে। এই খবর সামনে আসার পর নিজেই ছবির প্রথম ঝলক শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। আর তারপর থেকেই একের পর এক ট্রলিংয়ের শিকার হতে হয় তাকে।
ছত্রপতি শিবাজীর সারাজীবনের কর্মকাণ্ডের কাহিনী তুলে ধরা হবে এই ছবিতে। এই খবর সামনে আসার পরেই অক্ষয়ের পোষ্টের নিচের মন্তব্য আসতে থাকে। একজন লিখেছেন,’ মহামান্য ছত্রপতি মারা গিয়েছিলেন ৫০ বছর বয়সে। অক্ষয় কুমারের বয়স পঞ্চান্ন বছর। কিভাবে তিনি এই চরিত্রের জন্য মনোনীত হলেন সেটাই ভাবছি’। অপর একজন লিখেছেন,’ অভিনয়ওত তেমন ভাবে করেন না। জানিনা কিভাবে শিবাজীর চরিত্র ফুটিয়ে তুলবেন’। অপর এক ব্যক্তি লিখেছেন,’ আলো আবিষ্কার হয়েছিল ১৮৮০ সালে। ছত্রপতি শিবাজীর সময় নয়’ তারপরেই ছবির একটি বিশেষ অংশের ছবি শেয়ার করেছেন পোস্টের নিচে। যেখানে দেখা যাচ্ছে শিবাজী রুপি অক্ষয়ের পেছনে অসংখ্য আলো জ্বলছে। এমনই মন্তব্যে ভরে গিয়েছে তার টুইট।
পরিচালক মহেশ মঞ্জরেকর পরিচালিত এই ছবিতে অক্ষয় ছাড়াও দেখা যাবে একাধিক মারাঠা অভিনেতাকে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। এখন দেখার ছবি মুক্তির পর এই ট্রোলিং বন্ধ হয় কিনা।