Home Entertainment Akshay Kumar : হেরাফেরি নিয়ে কোন আগ্রহ নেই অক্ষয়ের, ফিরতেও চান না তিনি

Akshay Kumar : হেরাফেরি নিয়ে কোন আগ্রহ নেই অক্ষয়ের, ফিরতেও চান না তিনি

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : অক্ষয় কুমার কি হেরা ফেরিতে ফিরবেন? নাকি ফিরবেন না? নাকি সবকিছু ভুলে আবার কাজ করতে শুরু করেছেন? এমনই হাজার প্রশ্ন আপাতত ঘুরে ফিরে বেড়াচ্ছে তার অনুরাগীদের মনে। শুধু তাই নয় সেই নিয়ে লেখা হচ্ছে বড় বড় আর্টিকেল ম্যাগাজিনে। দীর্ঘ বছর পর অবশেষে বড় পর্দায় তৃতীয়বারের জন্য ফিরছে হেরা ফেরি। বাবুরাও ,শ্যাম এবং রাজু এই তিনজনের জুটিকে বড় পর্দায় দেখা যাবে পরেই উচ্ছ্বাস দেখা যায় ভক্তদের মনে।

যদিও পরে জানা যায় অক্ষয় কুমার থাকছেন না এবারে হেরা ফেরিতে তার বদলে থাকবেন কার্তিক আরিয়ান। সেই থেকে শুরু হয় জল্পনা। তাহলে কি অক্ষয়ের পরিবর্তে এবার কার্তিককে দেখা যাবে চরিত্রে। ঠিক তখনই সুনীল শেট্টি জানান কার্তিক আসবেন অন্য এক চরিত্রে। আর রাজুর চরিত্র থাকছে অক্ষয়েরই জন্য। যদিও ঘনিষ্ঠ সূত্রে খবর হেরা ফেরি ৩ নিয়ে শুরু থেকেই কোনরকম আগ্রহ দেখাননি অক্ষয়। এমনকি তিনি ফিরতেও চান না এমনটাই সূত্রের খবর। ছবির প্রযোজক ফিরোজ নাদিয়ালা বারবার অক্ষয়ের সঙ্গে দেখা করে কথা বল কোন রকম লাভ হয়নি। কোন এক নির্দিষ্ট কারণের জন্যই অক্ষয় ফিরতে চাইছেন না হেরা ফেরিতে।

তবে ছবির পরিচালক অ্যানি বাজমির যে কোন কমেডি ছবিতে অভিনয় করতে রাজি অক্ষয়। সে কথাও জানিয়েছেন তিনি। কিন্তু হেরা ফেরিতে নয়। যদিও ছবির নির্মাতাদের মতে এসব কথোপকথন নিছক কল্পনা ছাড়া আর কিছু না। তেমন কোন রকম কথা হয়নি ছবির পরিচালক বা প্রযোজকের সঙ্গে অক্ষয়ের। তার থাকা না থাকা নিয়েও কোনো রকম নিশ্চিত কথা এখনো পর্যন্ত জানা যায়নি। স্থির হয়নি কার্তিকের থাকা না থাকা নিও। এখন যা কিছু হচ্ছে তা পুরোটাই কল্পনা প্রসূত গল্প।

You may also like