মহানগর ডেস্ক : বলিউড খিলাড়ি অক্ষয় কুমার এই মুহূর্তে ছুটির মেজাজে। সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ স্থাপত্য সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির সামনে দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করেছেন অক্ষয়। এছাড়াও গুজরাটের বিভিন্ন ঘুরতে যাওয়ার জায়গার ছবি করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। সেই সঙ্গে লিখেছেন,’ আমি এখন একতা নগরে রয়েছি। এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ স্থাপত্য স্ট্যাচু অফ ইউনিটি। অনেক কিছু করা রয়েছে এখানে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। আপনি কি কখনো এখানে এসেছেন?’
অন্যদিকে কিছুদিন আগেই পরেশ রাওয়াল ঘোষনা করেছেন কমেডি ছবি হেরা ফেরির তৃতীয় ভাগে আসতে চলেছেন তারা। তবে সেখানে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। একইসঙ্গে শোনা যাচ্ছে অক্ষয় কুমার বা সুনীল শেঠির কেউ নাকি এই ছবিতে থাকবেন না। যদিও নির্মাতারা সেই সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানার নেই। তবে এই খবর সামনে আসার পর থেকেই মন খারাপ খিলাড়ি ভক্তদের। তাই অক্ষয়ের ছবির নিচেই এক ভক্তের মন্তব্য,’ সারা পৃথিবী ঘুরে নাও কিন্তু দয়া করে হেরাফেরি ছেড়ো না’। ওপর একজনের মন্তব্য,’ অক্ষয় ছাড়া হেরা ফেরি মানা যায় না’। আরেক অক্ষয় ভক্ত লিখেছেন,’ খবরটা শোনার পর থেকে একদম ভালো লাগছে না মনটাই ভেঙ্গে গিয়েছে। আপনার অভিনয় দেখার জন্যই হেরা ফেরি দেখা। দয়া করে ফিরে আসুন আমাদের মন ভাঙবেন না’।
উল্লেখ্য খুব শিগগিরই আসতে চলেছে হেরা ফেরি সিরিজের তিন নম্বর ছবি। যেখানে পরেশ রাওয়াল নিজে জানিয়েছেন ছবিতে থাকবেন কার্তিক আরিয়ান। বলাবাহুল্য বলিউডের নতুন এই হার্ট থ্রোব মন কেড়েছে প্রত্যেকের। একেবারে নিজের যোগ্যতায় উঠে এসেছেন বলিউডে। এর আগে শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিল ভুলভুলাইয়া ২তে। ২০২২ সালের সবচেয়ে বেশি বক্স অফিস হিট ছবি হিসেবে অন্যতম ভুলভুলাইয়া ২।