মহানগর ডেস্ক : মুম্বাই এর শুটিং শুরু হল ইতিহাস আশ্রিত ছবি ‘বেদত মারাঠে বীর দৌদলে সাত’ ছবির। সেখানে ছত্রপতি শিবাজীর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। সদ্য প্রকাশ পেয়েছে সেই ছবির প্রথম ঝলক।
বাসিন কুড়েশী প্রযোজিত এই ছবিতে উঠে এসেছে শিবাজীর সাম্রাজ্যের ওঠা পড়ার ইতিহাস। দুর্দমনীয় যোদ্ধা শিবাজীর স্বরাজের স্বপ্নকে সত্যি করার জন্য লড়ে চলেছেন। ভারতীয় ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় কে তুলে ধরতে উচ্ছ্বসিত অক্ষয়। সেই আভাস পাওয়া গেল তার গলাতে। উচ্ছ্বসিত পরিচালক।
তবে ছবির শুটিং শুরু হওয়ার আগে নভেম্বরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এই বছর পাঁচ খানা ছবি মুক্তি পেয়েছে অক্ষয়ের। তবে রাম সেতু প্রেক্ষাগৃহে চলাকালীন অক্ষয় জানিয়েছিলেন মারাঠা ছবিতে কাজ করবেন তিনি। শিবাজীর চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অক্ষয়। জানালেন অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছে। নিজের স্বপ্নের চরিত্রকে খুঁজে পেয়েছেন তিনি। শিবাজীর মতো চরিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তোলার বিশাল দায়িত্ব পড়েছে তার। এবং সেই কাজ তিনি যথাসম্ভব ভালো ভাবে করার চেষ্টা করবেন।
আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। মারাঠি ছাড়াও হিন্দি ,তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে শিবাজীর জীবনী বিষয়ক এই ছবি।