Home Entertainment Alia Bhat : বিয়ের আগেই কি প্রেগনেন্ট হয়েছিলেন আলিয়া? বোন শাহিন ভাট যা বললেন…

Alia Bhat : বিয়ের আগেই কি প্রেগনেন্ট হয়েছিলেন আলিয়া? বোন শাহিন ভাট যা বললেন…

by Oindrila Chakraborty
Alia Bhat : বিয়ের আগেই কি প্রেগনেন্ট হয়েছিলেন আলিয়া? বোন শাহিন ভাট যা বললেন...

মহানগর ডেস্ক : বিয়ের কয়েক মাস ঘুরতে না ঘুরতেই আচমকা সোশ্যাল মাধ্যমে জানিয়েছিলেন নতুন অতিথি আসতে চলেছে রণবীর-আলিয়ার জীবনে। স্বাভাবিকভাবে এই খুশির খবর নজর কেড়েছিল অনুরাগীদের। যদিও অনেকেই প্রশ্ন তুলেছিলেন রণবীর-আলিয়ার এত জলদি সিদ্ধান্ত নিয়ে। তবে সে সব এখন অতীত। আপাতত পুরো পরিবার ব্যস্ত আলিয়ার সাধ নিয়ে। দিন কয়েক আগে পছন্দের চটপটা খাবারের ছবিও দিয়েছিলেন আলিয়া।

তবে সে সব কিছুর মধ্যেই আচমকা প্রশ্ন উঠতে শুরু করেছে আলিয়ার প্রেগনেন্সি নিয়ে। কেউ কেউ প্রশ্ন করছেন তাহলে কি বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়েছিলেন অভিনেত্রী। তাই জন্যই কি এত জলদি বিয়ের পিঁড়িতে বসতে হলো রণবীর-আলিয়াকে। সেসব প্রশ্নের উত্তর দিলেন আলিয়ার বোন শাহিন। জানালেন,’ আমি এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা আলিয়ার সিদ্ধান্ত। এখনো পর্যন্ত যা কিছু অনুভব করছে সে সবকিছু তার সিদ্ধান্ত। তবে একটা কথাই বলবো কেউই সবাইকে একসঙ্গে সব সময় খুশি করতে পারেনা। তুমি যে কাজ করো না কেন নেতিবাচক মন্তব্য তোমার দিকে আসবেই। আর আমার মনে হয় এটাই জীবন। বিশেষ করে তারকাদের জন্য। আমরা সবাই এখন এটাতে অভ্যস্ত হয়ে গেছি। তাই আমরা কেবল ভালো জিনিসটার ওপরেই নজর দিতে চাই’।

একইসঙ্গে শাহিন জানিয়েছেন, আপাতত দুই পরিবার ভীষণ ব্যস্ত নতুন অতিথিকে আহ্বান জানানোর জন্য। বোনের কথা অনুযায়ী,’ আলিয়া হল আমাদের মধ্যে প্রথম বোন যে সন্তানের জন্ম দিতে চলেছে। অনুভূতিটা ভীষণ উত্তেজনা মূলক। আমরা সবাই ভীষণ উত্তেজিত নতুন অতিথিকে পরিবারের স্বাগত জানানোর জন্য’। তবে সে দিক থেকে দেখলে শাহিন সযত্নে এড়িয়ে গিয়েছেন বোনের প্রেগনেন্সির প্রশ্ন। তবে তার উত্তর বলে দিচ্ছে হাজারো কথা।

উল্লেখ্য, চলতি বছর ১৪ এপ্রিল সবাইকে চমকে দিয়ে হঠাৎ করেই ছাদনা তলায় বসে ছিলেন রণবীর-আলিয়া। দিন ঘুরতে না ঘুরতে ঠিক দু মাসের মাথায় দুজনেই ঘোষণা করেন তাদের সন্তান আসতে চলেছে পৃথিবীতে। প্রথমে যদিও অনেকে ছবির প্রমোশন ভেবেছিলেন এই খবর। পরবর্তীকালে জানা যায় সত্যিই তারা নতুন অতিথিকে স্বাগত জানাতে তৈরি।

You may also like