Home Entertainment Alia Bhatt : মা হওয়ার পরে এই প্রথম জনসমক্ষে আলিয়া, শেয়ার করলেন ছবি

Alia Bhatt : মা হওয়ার পরে এই প্রথম জনসমক্ষে আলিয়া, শেয়ার করলেন ছবি

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। গত ৬ নভেম্বর কাপুর পরিবারে আলো করে আসে এই সন্তান। আপাতত বিশ্রামে রয়েছেন আলিয়া। তবে বাবা রনবীর কাজে ফিরেছেন। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ রয়েছেন আলিয়া। মাঝেমধ্যেই অনুরাগীদের উদ্দেশ্যে পোস্ট করে থাকেন কিছু না কিছু ছবি। তবে মা হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে সেভাবে নিজের ছবি শেয়ার করতে দেখা যায়নি আরিয়াকে। অবশেষে সামনে এলেন তিনি।

সন্তান জন্মের পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় নিজেকে সামনে আনলেন আলিয়া। যদিও পুরোপুরি সামনে আনেননি এখনও। একটি কফি মগ হাতে বসে রয়েছেন আলিয়া যেখানে লেখা রয়েছে ‘মাম্মা’। তবে সমস্ত ছবিতে কফি মগটি ফোকাসে রয়েছে বাকি আলিয়া সহ চারপাশ একেবারে ঝাপসা। যদিও ঝাপসা হলেও বোঝা যাচ্ছে আলিয়ায় সেই মগ ধরে রয়েছেন। তিনি লিখেছেন,’ এই যে আমি’।

চলতি বছর এপ্রিলে সাত পাকে বাঁধা পড়েন রণবীর আলিয়া। দুমাস বেরোতে না পেরেতেই জানিয়েছিলেন সন্তান সম্ভাবনা অভিনেত্রী। সেই খবর সামনে আসার পর বিতর্ক যেমন দানা বেঁধে ছিল একই সঙ্গে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। তবে আলিয়া রণবীর তারকা হওয়ার পাশাপাশি একইভাবে দায়িত্ব পালন করে চলেছেন বাবা-মা হিসেবেও। রণবীর কাজে ফিরলেও আপাতত কাজে ফেরার তারা নেই আলিয়ার। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী ছবির রকি অর রানী কি প্রেম কাহানি। এছাড়া এখনো পর্যন্ত কোনো ছবিতে সাইন করেনি অভিনেত্রী। রকি অর রানী মুক্তি পাবে আগামী বছর এপ্রিল মাসে।

You may also like