Home Entertainment Alia Bhatt : মেয়ে হবে আগেই জানতেন আলিয়া? ঠিক করে রেখেছিলেন তার নাম?

Alia Bhatt : মেয়ে হবে আগেই জানতেন আলিয়া? ঠিক করে রেখেছিলেন তার নাম?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : রবিবার কাপুর পরিবারে লক্ষ্মী আসার পর থেকেই সোশ্যাল মাধ্যম ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। রণবীর আলিয়ার কোল আলো করে এসেছে তাদের প্রথম কন্যা সন্তান। সেই খবর নিজেরাই জানিয়েছিলেন অনুরাগীদেরকে। তবে জানেন কি সম্প্রতিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আলিয়া আগেই জানতেন তার কোলজুড়ে আসতে চলেছে কন্যা সন্তান। তাই আগে থেকেই নাম ঠিক করে রেখেছিলেন তার।

গালি বয় ছবির প্রচারের জন্য হাজির হয়েছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। যদিও তখন বিয়ে হয়নি আলিয়ার। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা আলিয়া ভাটের নাম বলতে গিয়ে আলমা বলে ফেলেছে। ঠিক তখনই আলিয়া সবার সামনে বলে,’ আলমা নামটা খুব সুন্দর। আমার যখন মেয়ে হবে আমি তার নাম রাখব আলমা’।

গতকাল রবিবার মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে জন্ম নেয় আলিয়ার সন্তান। এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়ে জুন মাসেই নব দম্পতি জানিয়েছিলেন তাদের কল আলো করে আসছে তাদের প্রথম সন্তান। এমনকি আলিয়া নিজেও সন্তান প্রসবের পর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এক সিংহের পরিবারের। যেখানে সপরিবারে সিংহের চিত্র। সেই সঙ্গে লিখেছেন,’ এবং আমাদের জীবনের শ্রেষ্ঠ খবর সামনে এলো। আমাদের সন্তান জন্মালো। কি অদ্ভুত সেই খুশি’।

You may also like