মহানগর ডেস্ক : সদ্য কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। বলিউড তারকা থেকে অনুগামী প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাটকে। তবে আলিয়ার জন্য শুভেচ্ছা বার্তা ভেসে এলো হলিউড থেকেও। সম্প্রতি হার্ট অফ স্টোন ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী। নিজের প্রেগন্যান্ট অবস্থাকে ট্যাবু না করে কাজ করেছেন হলিউডে।
এবার সেই ছবির সহ অভিনেত্রী গাল গ্যাডট শুভেচ্ছায় ভরালেন আলিয়াকে। নিজের ইনস্টাগ্রামে যে পোস্ট শেয়ার করেছেন সন্তান প্রসবের পর সেখানেই জানিয়েছেন গাল গ্যাডট। এছাড়াও বলিউড তারকা অক্ষয় কুমার ,রিতেশ দেশমুখ ,মাধুরী দীক্ষিত ,সারা আলি খান, কিয়ারা আদবানী ,অনিল কাপুর ,সোনাম কাপুর, দীপিকা পাড়ুকোন ,কৃতি সানন ,কার্তিক আরিয়ান প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন আলিয়াকে।
অ্যাকশন থ্রিলার ছবি হার্ট অফ স্টোন যেখানে আলিয়ার সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে গাল গ্যাডট, জেমি ডোরম্যান, সোফিয়া ওকওয়ান্ড, জিং লুসি এবং পল রেডিকে। তবে হলিউডের পাশাপাশি বলিউডে ও একাধিক ছবি হাতে রয়েছে তার। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী ছবি রকি ওর রানী কি প্রেম কাহানী।