মহানগর ডেস্ক : মেয়ে হবার পর থেকে সোশ্যাল মাধ্যমিক ফিরলেও ক্যামেরার সামনে এই প্রথমবার ধরা দিলেন আলিয়া ভাট। সঙ্গী মা সোনি রাজদান। দিদি সাহিন ভাটের জন্মদিন উপলক্ষে এক ক্যামেরায় ধরা দিল মা মেয়ে।
আলিয়া সেজে ছিলেন কালো পোশাকে। কানে ছিল হালকা দুল। তবে ছবি শিকারীদের ক্যামেরায় ধরা দিতেই তাদের দেখে মেয়েকে হাসিমুখে এগিয়ে যান আলিয়া। পাপ্পারাজিরা প্রশংসা করেন আলিয়ার। তার মেয়ের এমন সুন্দর নাম রাখার জন্য। একজন বলেন,’ রাহা নামটা খুব সুন্দর’। উত্তরে আলিয়া বলেন,’ তাই! অনেক ধন্যবাদ’।
৩৪ বছরে পা দিলেন আলিয়ার বোন সাহিন ভাট। সোশ্যাল মাধ্যমেও বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। দিয়েছেন এক মিষ্টি মুহূর্তের ছবি। গত ৬ নভেম্বর রণবীর আলিয়ার জীবনে আসে রাহা। তারপরেই সেই খবর নিজেরাই সামাজিক মাধ্যমে দেন অনুরাগীদের জন্য। তবে মেয়ের কী নাম রাখবেন সেই নিয়ে ছিল জল্পনা। অবশেষে ঠাকুমা নিতু এবং মা আলিয়া দুজনে মিলে অনেক ভেবেচিন্তে মেয়ের নাম রাখেন রাহা। যার সংস্কৃত অর্থ বংশ, আরবিক অর্থ শান্তি, বাংলা অর্থ থেকে যাওয়া।