Home Entertainment Alia Bhatt : প্রকাশ্যে এল আলিয়ার ডেলিভারির দিন, আগামী মাসে এই তারিখে আসছে ছোট কাপুর

Alia Bhatt : প্রকাশ্যে এল আলিয়ার ডেলিভারির দিন, আগামী মাসে এই তারিখে আসছে ছোট কাপুর

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই কাপুর পরিবারে জন্ম নিতে চলেছে আলিয়া এবং রণবীরের সন্তান। স্বাভাবিকভাবেই দুই পরিবারের মধ্যে এখন তুমুল উত্তেজনা। এর আগে জানা গিয়েছিল ঋষি কাপুর যে হাসপাতালে মারা গিয়েছে সেই হাসপাতালেই সন্তান প্রসব করবেন আলিয়া। তবে এবার সামনে এলো ঠিক কোন সময়ের মধ্যে আসতে চলেছে আলিয়ার সন্তান তার হিসেব।

সূত্রের খবর অনুযায়ী সম্ভবত ২৮ নভেম্বর আলিয়া জন্ম দিতে চলেছেন কাপুর বংশের নতুন বংশধরকে। এমনকি আলিয়ার দিদি তেমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। উল্লেখ্য, নভেম্বর মাসে আসতে চলেছে তাদের সন্তান এ কথা আগেই প্রকাশ পেয়েছিল। এবার সামনে এলো দিন। স্বাভাবিকভাবেই ডেলিভারির দিন সামনে আসতে উৎসাহী অনুরাগীরাও।

উল্লেখ্য চলতি বছর এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর আলিয়া। বিয়ের দু মাস পেরোতে না পেরোতেই সামনে এসেছিল মা হতে চলেছেন আলিয়া সেই খবর। প্রথমে ভুয়ো বলে এড়িয়ে গেলেও পরবর্তীকালে জানা যায় সত্যিই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

You may also like