মহানগর ডেস্ক : এই মুহূর্তে নতুন মা আলিয়া বেজায় ব্যস্ত। প্রত্যেকটা মুহূর্ত কাটাচ্ছেন কোলের শিশুকে নিয়ে। তাতে যদিও বেজায় খুশি তিনি। দীর্ঘ সময় পর অবশেষে সোশ্যাল মিডিয়াতে ফিরেছেন তিনি। শেয়ার করেছেন নিজের নতুন ছবিও। যদিও সেখানে স্পষ্ট ভাবে তাকে বোঝা না গেলেও হাতে ধরে রয়েছেন ‘মামা’ কাপ। অর্থাৎ বুঝিয়ে দিলেন মাতৃত্বের স্বাদ বিস্তারিয়ে তাড়িয়ে গ্রহণ করছেন তিনি।
তবে বাবা ফিরেছেন কাজে। সন্তান জন্মের দুদিন পরেই পরবর্তী আটকে থাকা ছবির কাজে। তবে আলিয়া আগেই ঠিক করে লিখেছিলেন সন্তান জন্মের পর ঠিক কী ভাবে পাল্টে ফেলবেন নিজের জীবন। যদিও সে কথা জানিয়েছিলেন সন্তান জন্মের আগেই।
এক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছিলেন ‘ডার্লিং’ অভিনেত্রী। সেখানে নিজের ব্যক্তিগত কিছু কথাও শেয়ার করেছেন দর্শকদের জন্য। সঞ্চালকের সঙ্গে কথা বলতে বলতে তিনি জানান। আলিয়া জানান,’ রণবীর হলো এমন এক অভিনেতা যে সবকিছুর আগে নিজের কাজকে গুরুত্ব দেয়। কাজের সঙ্গে এতটাই দূরে থাকে ও। সেটা আমি ওর সঙ্গে ব্রম্ভাস্ত্র ছবিতে অভিনয় করতে গিয়ে দেখেছে। একইসঙ্গে ও সবাইকে নিয়ে নেটে থাকতে পছন্দ করে। যে কেউ ওর সঙ্গে খুব সহজে সহজ ভাবে মিশে যায়’। কথা প্রসঙ্গে তিনি জানান,’ আমার খুব ভয় হয় আমার সন্তানকে কিভাবে আমি ক্যামেরার চোখ থেকে আড়াল করব সেই কথা ভেবে। সে নিজেই নিজের পথ তৈরি করবে। আমাদের কোন পথে থাকে হাঁটতে হবে না। তার যেটা ইচ্ছা হবে ভবিষ্যতে সেটাই হবে। এটাই আমি মনে করি একজন মায়ের সবার আগে মনে করা উচিত’। পাশাপাশি তিনিও জানিয়েছেন খুব দ্রুত কাজে ফিরবেন তিনি। তবে এখন বেশ কিছুটা দিন সময় কাটাতে চান সদ্যজাতর সঙ্গে।
মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর এবং আলীয়ার পরবর্তী ছবি রকি অর রানী কি প্রেম কাহানি। রণবীর সিংয়ের সঙ্গে আরো একবার পর্দায় জুটি চলেছেন আলিয়া। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাবানা আজমি,জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রকে। আগামী বছর জুন মাসে মুক্তি পাবে এই ছবি।