Home Entertainment Alia-Ranbir : কাপুর বাড়ির দিওয়ালি অনুষ্ঠানে আলিয়া-রণবীর-নীতু

Alia-Ranbir : কাপুর বাড়ির দিওয়ালি অনুষ্ঠানে আলিয়া-রণবীর-নীতু

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : গতকাল স্বপরিবারের দেওয়ালি অনুষ্ঠান পালন করল কাপুর পরিবার। রণবীর- নিতুর সঙ্গে দেখা গেল সন্তানসম্ভবা আলিয়া ভাটকেও। হাজির ছিলেন আলিয়ার মা সনি রাজদান এবং বোন শাহিন ভাট। স্বপরিবারের সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মাধ্যমে।

গত সোমবার কাপুর পরিবারে অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুজো এবং দিওয়ালি। নিতু কাপুরের ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে বাড়ির কর্ত্রী হিসেবে পুজোর যাবতীয় দায়িত্ব পালন করেছেন নিতু। তাকে সঙ্গ দিয়েছেন আলিয়া, সনি রাজদান এবং ছেলে রণবীর। ছবি দেখে মন ভরেছে নেটিজেনদের। কেউ লিখেছেন,’ একদম পারফেক্ট ফ্যামিলি ছবি’। আবার অন্য একজন লিখেছেন,’ দেখে ভালো লাগছে কিভাবে দুটো পরিবার এক হয়ে অনুষ্ঠানে মেতেছে। সত্যি আলিয়া যেভাবে দুই পরিবারকে বেঁধে রেখেছে। আশা করি ভবিষ্যতেও এমন সুন্দর একটি ছবি সামনে আসবে’।

উল্লেখ্য কাপুর পরিবারের অন্য সদস্যরাও নিজেদের মতন করে মেতেছেন দিওয়ালি অনুষ্ঠানে। নিজেদের বাড়িতে লক্ষ্মী দেবীর আহ্বান এবং দীপাবলির অনুষ্ঠান পালন করেছেন সবাই মিলে।

You may also like