Home Entertainment Alia-Ranbir : বাবা ঋষির সঙ্গে মিলিয়ে নাম রাখলেন রণবীর, কী বললেন আলিয়া?

Alia-Ranbir : বাবা ঋষির সঙ্গে মিলিয়ে নাম রাখলেন রণবীর, কী বললেন আলিয়া?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ছেলের বিয়ে দেখে যেতে পারেননি ঠিকই তবে ছেলের জন্য পাত্রী পছন্দ করে গিয়েছিলেন ঋষি কাপুর। জানিয়েছিলেন আলিয়াই রণবীরের জন্য এবং কাপুর পরিবারের জন্য যোগ্য বউ। তাই বিয়ের আগে একাধিক ফ্যামিলি গ্যাদারিংয়ে মাঝেমধ্যেই দেখা গিয়েছে আলিয়াকে। তবে করোনা কালেই গিয়েছে তার প্রাণ। নিজের হাতে ছেলের বিয়ে দিতে পারেননি ঋষি কাপুর। তাই সেই আফসোস যেমন তার পরিবারের তেমন তার ছেলের। তবে এবার অভিনব ভাবনা ভাবলেন ছেলে রণবীর এবং বৌমা আলিয়া। মেয়ের নাম এমন রাখলেন যেখানে ছোঁয়া রয়েছে বাবা ঋষির।

গত ৬ নভেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। তারপর থেকে বেজায় বাস্তব পরিবার। সদ্যোজাত মেয়েকে নিয়ে বাড়িও চলে গিয়েছেন আলিয়া। পরিকল্পনা করছেন মেয়ের নাম কী রাখবেন। ঠিক তার মাঝেই ১৬ নভেম্বর রণবীর জানালেন মেয়ের নামের সঙ্গে মিল থাকবে তার বাবা ঋষি কাপুরের। এমনটাই পরিকল্পনা আলিয়ারও। আর সেই কথা জেনে আবেগে ভেসেছেন নিতু কাপুর। তাদের সিদ্ধান্তে জানিয়েছেন মা নিতু।

উল্লেখ্য চলতি বছর এপ্রিলে সাত পাকে বাঁধা পড়েন রণবীর আলিয়া। দীর্ঘ চার বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের দুমাস পেরোতে না পেরোতে সোশ্যাল মাধ্যমে নিজেরাই জানিয়েছিলেন পরিবারে আসতে চলেছি নতুন সদস্য। যদিও প্রথমে সেই খবর ভুয়ো, সিনেমার স্ক্রিপ্ট বলে মনে করেছিলেন অনেকেই। তবে সময় যাতে এগোতে থাকে ততই বিশ্বাস করেন তাদের অনুরাগীরা। যে সত্যিই নতুন অতিথি আসতে চলেছে কাপুর পরিবারে।

You may also like