নিজস্ব প্রতিনিধি: বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামীকাল থেকে সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত সমস্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার জানিয়েছেন, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। উল্লেখ্য করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে গত ১২ ফেব্রুয়ারি থেকে পঠন-পাঠন শুরু হয়েছিল।
প্রসঙ্গত, প্রায় ১১ মাস পরে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়েছিল। করোনার জেরে ফের বন্ধ হয়ে গেল। তবে অনলাইন ক্লাস আগে যে রকম হতো, সেই রকম হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগতি করে দেওয়া হয়েছে।