মহানগর ডেস্ক: মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট (Allahabad HC) কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রর (Ashish Mishra) জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত লখিমপুর খেরি মামলায় তাঁকে জামিন দিলেও, এবার তা খারিজ করেছে। এর আগে আশিস মিশ্রর জামিন বাতিল করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বে বিচারপতি সূর্যকান্ত ও হিমা কোহলির সমন্বয়ে গঠিত বেঞ্চ অভিযুক্তের জামিন খারিজ করে বলেছিল যে, ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচার দিতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে লখিমপুর খেরি সহিংসতার জন্য গ্রেফতার হয়েছিলেন। বিচারপতি কৃষ্ণা পালের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, রাজনৈতিকভাবে আশীষ এতটাই প্রভাবশালী যে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং বিচারকেও উল্টে দিতে পারেন। হাইকোর্টের লখনউ বেঞ্চ জামিন দিয়েছিল তাঁকে। কিন্তু সুপ্রিমকোর্ট তা বাতিল করে। গত বছরের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার টিপুনিয়ায় ৪ কৃষক ও একজন সাংবাদিককে হত্যার মামলায় মূল অভিযুক্ত আশীষ মিশ্র।
মূলত ২০২১-এ কেন্দ্রের কৃষি আইন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল কৃষকরা। লখিমপুর খেরি জেলায় বিক্ষোভ দেখিয়েছিল কৃষকদের একদল যেখানে অমানবিকতার পরিচয় দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন মন্ত্রীর ছেলে। অভিযোগ এমনটাই।
ঘটনাটি ঘটার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পরে। মামলা-নথিভুক্ত করা হয়। সুপ্রিম কোর্ট গোটা ঘটনা পর্যবেক্ষণ ও তদন্তের জন্য অবসরপ্রাপ্ত পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি রাকেশ কুমার জৈনকে নিযুক্ত করেন। যোগী সরকার ঘটনার তদন্তে আইপিএস অফিসারদের নিয়ে সিট গঠন করেছে। এদিন অভিযুক্তের জামিন খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্ট।