Home Featured TMC: শান্তি ভঙ্গের অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের ৩ সাংসদ

TMC: শান্তি ভঙ্গের অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের ৩ সাংসদ

by Anamika Nandi

মহানগর ডেস্ক: রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূলের ৩ সাংসদ (TMC MP’s) সহ মোট ১১ জনকে। তালিকায় নাম রয়েছে দোলা সেন, সুস্মিতা দেব এবং ডক্টর শান্তনু সেনের। বিক্ষোভ দেখানোর অভিযোগে সংসদের বাদল অধিবেশনে (Monsoon Session) সাসপেন্ড করা হয়েছে সকলকে। গতকালই গ্র্যান্ড ওল্ড পার্টির ৪ সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর আজ সেই জায়গায় নাম জুড়ল তৃণমূলের তিন সংসদেরও।

 

প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক ও’ ব্রায়েন বলেছেন, “মোদি এবং শাহ গোটা দেশটাই সাসপেন্ড করে দিয়েছেন। আর আপনারা সাংসদ সাসপেন্ডের কথা বলছেন?” অপরদিকে ঘাসফুল শিবির জানিয়েছে, “আপনারা আমাদের সাসপেন্ড করতে পারবেন, কিন্তু চুপ করাতে পারবেন না। শোচনীয় পরিস্থিতি। আমাদের সাংসদরা মানুষের সমস্যাগুলি সংসদে তুলে ধরার চেষ্টা করছিলেন, অথচ তাদেরই সাসপেন্ড করা হল। এই পরিস্থিতি আর কতদিন চলবে? সংসদ ঐতিহ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত”। এদিকে পরবর্তীতে সাসপেন্ডেড সাংসদদের তালিকা সামনে এলে জানা গিয়েছে, সেখানে তিনজন তৃণমূলের সাংসদ নয় ৭ জনকে সাসপেন্ড করা হয়েছে।

তালিকায় নাম রয়েছে, মৌসম নূর, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব, দোলা সেন, আবিররঞ্জন বিশ্বাস, ডঃ শান্তনু সেন, নাদিমূল হক, হামহামেদ আব্দুল্লা, এ এ রহিম, এস কল্যাণাসুন্দরম সহ আরও অনেকের।

বাদল অধিবেশনের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সাসপেন্ড করা হয়েছে গ্র্যান্ড ওল্ড পার্টির ৪ সাংসদকে। লোকসভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদেরকে সাসপেন্ড করা হয়েছে। যেখানে নাম রয়েছে মণিকম টেগোর, রাম্য হরিদাস, টি এন প্রতাপণ এবং জ্যোতিমণির। সুপারিশ করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এরপর প্যানেল চেয়ার রাজেন্দ্র আগরওয়ালের সিদ্ধান্ত ও বিজেপি সাংসদদের সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় সাসপেনশনের প্রস্তাব। প্রসঙ্গে অধীর চৌধুরী বলেছেন, ‘বিরোধীদের কন্ঠোরোধের জন্যই অন্যায়ভাবে চার কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাই’।

You may also like