Home Featured Allegation Of Forced Conversion : যোগী রাজ্যে জোর করে ধর্মান্তরের অভিযোগ, থানায় দায়ের হল অভিযোগ

Allegation Of Forced Conversion : যোগী রাজ্যে জোর করে ধর্মান্তরের অভিযোগ, থানায় দায়ের হল অভিযোগ

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: করোনা অতিমারির (Covid 19 Pandemic) সুযোগে বস্তিতে থাকা ঠেলাচালকদের জোর করে ধর্মান্তরের অভিযোগ উঠল স্থানীয় গির্জার পাদ্রী, (Church) যাজকদের বিরুদ্ধে (Allegation Of Forced Conversion)। যোগী রাজ্যের মিরাটে স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। লকডাউনের সময় সাহায্য করার সুবাদে তাদের খ্রিষ্ট ধর্মে ধর্মান্তরিত করা হয় বলে অভিযোগ। এই অভিযোগে নজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। অভিযোগ, নজন ওই গরিব ঠেলাঅলাদের গির্জায় যেতে উৎসাহ দেয়। তারপর বস্তিতে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙতে জোর করে।

পুলিশের কাছ এমনই অভিযোগ করেছেন এক বস্তিবাসী ঠেলাঅলা। কোভিড অতিমারির সময় লকডাউনে কোনও ঠেলাঅলা বাড়ি থেকে বেরোতে পারেননি। সেসময় তাঁদের খাবার ও ঘরের জিনিসপত্র কিনতে টাকা দিয়ে অভিযুক্তরা সাহায্য করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে অভিযুক্তরা তাঁদের বলতে শুরু করে একজনই মাত্র ঈশ্বর রয়েছেন,তিনি হলেন ভগবান যিশু। তাঁদের গির্জায় গিয়ে প্রার্থনা করতে বলা হয়। হিন্দু দেবদেবীদের পুজো করতেও তাঁরা বারণ করেন এবং একমাত্র যিশুর উপাসনা করার কথা বলে। এরপর প্রত্যেকের নাম আধারকার্ডে নাম বদলের জন্য জোর করা হয়। যখন তাঁরা দেওয়ালি পালন করছিলেন,তখন অভিযুক্তরা জোর করে বাড়িতে ঢুকে হিন্দু দেবদেবীদের ছবি ছিঁড়ে ফেলে তারা। জানায় যেহেতু তাঁরা খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছেন, তাই যিশুর উপাসনা করতে হবে। এরপরই তাঁদের কাছ থেকে দু লক্ষ করে টাকা দাবি করে। অভিযোগ অভিযুক্তরা ছুরি এবং রড নিয়ে এসে ভয় দেখায়,তাঁরা যদি পুলিশকে এসব জানান তাহলে তাঁদের খুন করে ফেলা হবে। অভিযোগকারী ঠেলাঅলারা জানিয়েছেন তাঁদের প্রতারণা করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। তাঁরা প্রত্যেকই হিন্দু। পুলিশকে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন সবাই।

You may also like