মহানগর ডেস্কঃ গরু পাচারের পরে এবার কয়লা কাণ্ড। বীরভূমে অনুব্রতর গড় থেকে এবার উদ্ধার হল কালো হিরে। গত দুদিনে বীরভূমের চারটি আলাদা আলাদা মোট ১৩০ টন কয়লা উদ্ধার করা হয়েছে। কয়লা পাচার ঘটনায় ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।
বীরভূমের বাদশা কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল গরু চুরি কাণ্ডে বর্তমানে পুলিশি হেফাজতে। শুধু তিনিই নন। সিবিআইয়ের সন্দেহের তালিকায় তাঁর কন্যা সহ রয়েছেন বেশ কিছু অনুব্রত ঘনিষ্ঠ। এই নিয়ে গোটা রাজ্যে চাঞ্চল্যের মাঝেই বীরভূমে অনুব্রতর গড়ে কয়লা পাচারের অভিযোগ। তৎপর হয়ে উঠল পুলিশ প্রশাসন।
সূত্রের খবর, গত দুদিনে বীরভূমের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাইক, লরি, ট্রাক্টর ইত্যাদিতে করে কয়লা পাচার করা হচ্ছিল। এই অভিযোগ সামনে আসতেই পুলিশের তরফে চালানো হয় তল্লাশি।
পুলিশের তরফে জানানো হয়েছে, গত শনিবার সদাইপুরে মোটর বাইকে এক ব্যক্তিকে তাড়া করে প্রায় চার টন কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। পরবর্তী সময়ে নানুরে বেশ কয়েকটি লরি থেকে ১০০ টন কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি নলহাটি এবং কাঁকড়াতলা এলাকা থেকে ১৮ টন এবং ৮ টন কয়লা উদ্ধার করা হয় পুলিশের তরফে। মোট ছয় জন অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ।
গোটা ঘটনা নিয়ে এদিন মুখ খোলেন বীরভুমের তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, বেআইনিভাবে কয়লা পাচার অনুচিত বলেই তিনি মনে করেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, আগামী দিনে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার নির্দিষ্ট নিয়ম মেনে কঠোর ব্যবস্থা নেবে।