মহানগর ডেস্ক: টুইটার,মেটার ( Tweeter And Meta) পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন (Amazon)।গত কয়েকমাস ধরেই সংস্থা ক্ষতির মুখ দেখছে। এ কারণে গণ-হারে কর্মী ছাঁটাইয়ের (Retrenchment Of Staffs) পথে হাঁটার সিদ্ধান্ত নিতে চলেছে বিশ্বের নামী ডেলিভারি চেন। সূত্রের খবর, গত কয়েক ত্রৈমাসিক লাভ-ক্ষতির খতিয়ানের নিরিখে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে প্রায় দশ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে অ্যামাজন। সেইসঙ্গে ব্যয় সঙ্কোচের পথে হাঁটার কথা ভাবছে সংস্থা। এ সপ্তাহেই দশ হাজারের কাছাকাছি সংস্থা থেকে ছাঁটাই করতে চলেছে তারা। যদি দশ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়,তাহলে অ্যামাজনের ইতিহাসে এটিই হবে সব থেকে কর্মী ছাঁটাই পর্ব। যা বিশ্বজুড়ে দশ লক্ষ ষাট হাজার কর্মীর এক শতাংশেরও কম বলে জানা গিয়েছে।
এর আগে এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর টুইটারে মোট কর্মীদের পঞ্চাশ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়। তড়িঘড়ি সাত হাজার কর্মীর মধ্যে সাড়ে তিন হাজার কর্মীকে ঘরে ফেরার পথ দেখিয়ে দেওয়া হয়। টুইটারের ছাঁটাই সন্ত্রাসের রেশ কাটতে না কাটতেই মার্ক জুকারবার্গের মেটা অর্থাৎ ফেসবুক সংস্থা এগারোশ কর্মীকে ছাঁটাই করে। জানা গিয়েছে অ্যামাজন কর্মী ছাঁটাইয়ের নিশানায় রয়েছে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের দায়িত্বপ্রাপ্তরা-সহ ডিভাইস গ্রুপ-সহ রিটেল ও মানব সম্পদ বিভাগ। এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মীর উদ্ধৃতি উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এক মাস পর্যালোচনা করে অ্যামাজন কর্মীদের হুঁশিয়ারি দিয়ে সংস্থায় অন্যান্য সুযোগ নেওয়ার ব্যাপারে বার্তা দেয়। এক সপ্তাহ আগে ই-কমার্স জায়ান্ট ব্যস্ত ছুটির মরসুমে তাদের ব্যবসায় শ্লথ গতির ব্যাপারে হুঁশিয়ারি দেয়। অ্যামাজন জানায় যে সময় সর্বোচ্চ বিক্রি হতো,তখন তাদের ক্রেতারা উর্ধ্বমুখী জিনিসপত্রের দামের কারণে টাকা খরচে পিছিয়ে আসছেন। এ কারণে ব্যবসায় শ্লথগতি দেখা দিয়েছে। ফলে কর্মী ছাঁটাইয়ের পথে এগনো ছাড়া আর কোনও বিকল্প উপায় তারা দেখতে পাচ্ছে না।