Home Featured Amazon India Is Broiled In A Controversy : শিশুদের ধর্মান্তরণে আর্থিক সহায়তার অভিযোগ, অ্যামাজনের প্রধানকে তলব

Amazon India Is Broiled In A Controversy : শিশুদের ধর্মান্তরণে আর্থিক সহায়তার অভিযোগ, অ্যামাজনের প্রধানকে তলব

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বিস্ফোরক অভিযোগ! শিশুদের ধর্মান্তরের ঘটনায় বিতর্কে জড়াল অ্যামাজন ইন্ডিয়া (Amazon India Is Broiled In A Controversy) । অল ইন্ডিয়া মিশনের ধর্মান্তরণের কাজে আর্থিক সহায়তার অভিযোগ জানিয়ে সংস্থার গ্লোবাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অ্যামাজন ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত আগরওয়ালকে তলব করল দ্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস(এনসিপিসিআর)। অ্যামাজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সংস্থার বিরুদ্ধে শিশুদের ধর্মান্তরণে যুক্ত অল ইন্ডিয়া মিশনে আর্থিক সহায়তা দেওয়া নিয়ে ব্যাখ্যাও চেয়েছে এনসিপিসিআর।

তারা জানিয়েছে অরুণাচল প্রদেশের স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল জাস্টিস ফোরাম শিশুদের ধর্মান্তরণের মতো বেআইনি কাজে জড়িত রয়েছে অল ইন্ডিয়া মিশন। অভিযোগ, অ্যামাজন ওই সংগঠনকে সাহায্য করে চলেছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে অ্যামাজন। রবিবার সোশ্যাল মিডিয়ায় তারা উত্তর পূর্ব ভারতে দরিদ্র শিশুদের ধর্মান্তরণে জড়িত সংগঠনকে কোনওরকম আর্থিক সাহায্যের অভিযোগের কথা অস্বীকার করেছে। রবিবার তারা এক বিবৃতিতে জানিয়েছে অল ইন্ডিয়া মিশনের সঙ্গে অ্যামাজন ইন্ডিয়ার কোনও সম্পর্ক নেই। তাছাড়া অ্যামাজনস্মাইল প্রোগ্রাম অ্যামাজন মার্কেট প্লেসেই একমাত্র কাজ করে থাকে। সেখানে গ্রাহকরা ওই প্রোজেক্টে নাম নথিভুক্ত করে তাঁদের পছন্দমতো বিভিন্ন অলাভজনক সংগঠনকে কল্যাণমূলক কাজে আর্থিক সহায়তা করে থাকেন। তাদের ওই প্রোজেক্টে অংশগ্রহণকারী কল্যাণমূলক সংগঠনের মতকে কোনওভাবেই সমর্থন করে না। যদিও এনসিপিসিআর অ্যামাজন ইন্ডিয়ার প্রধান অমিত আগরওয়ালকে আগামী পয়লা নভেম্বর তাদের বক্তব্য জানানোর ব্যাপারে তলব করেছে।
.

You may also like