মহানগর ওয়েবডেস্ক: যত দিন যাচ্ছে তত যেন নতুন নতুন রেকর্ড করছে মার্কিন যুক্তরাষ্ট্র। না, বিশ্বের কাছে বুক ফোলানোর মত কোন রেকর্ড নয়, এই রেকর্ড মানুষের মধ্যে ভয় আরো বাড়িয়ে দিচ্ছে। কারণ যত দিন যাচ্ছে, করোনাভাইরাস মৃত্যুর সংখ্যা বাড়ছে আমেরিকায়। একদিনে ৭০০,৮০০,৯০০ মৃত্যু দেখিয়েছে ইতালি, এবার সবকিছু ছাপিয়ে গিয়ে একদিনে প্রায় ১,৫০০ মৃত্যু দেখালো মার্কিন যুক্তরাষ্ট্র!
শেষ পাওয়া খবর অনুযায়ী, আমেরিকায় গত ২৪ ঘন্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,৪৮০ জন। সব মিলিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭,৪০৬। শুধুমাত্র আমেরিকায় একদিনে এত লোকের মৃত্যু গোটা বিশ্বে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। করোনাভাইরাসের উৎসস্থল চিন এখনো পর্যন্ত এত মৃত্যু দেখেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবাক করছে গোটা বিশ্বকে।
কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের একদিনে ১,০০০ মৃত্যু কলঙ্কিত ৯/১১-র মোট মৃত্যুকেও ছাপিয়ে গিয়েছিল। এবার যেভাবে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা আমেরিকায় বাড়ছে তাতে আরো বড় আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে। এই মুহূর্তে তথ্য বলছে, গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১,০৯৮,৭৬২, যার মধ্যে শুধুমাত্র আমেরিকায় আক্রান্ত ২,৭৭,৪৬৭! বিশ্বের নিরিখে মৃত্যু হয়েছে ৫৯,১৭২ এবং সুস্থ হয়ে উঠেছেন ২,২৮,৯২৩।