মহানগর ডেস্ক : আমিরের বাড়িতে এখন বিয়ের সানাই। দীর্ঘদিনের প্রেমিক নুপুর শেখরের সঙ্গে বাগদান সারলেন আমির কন্যা ইরা খান। তবে চলতি বছর কিরণ নামের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেও কিরণ এবং রিনা হাজির হয়েছিলেন আমিরের বাড়িতে।
মেয়ে ইরার বাগধানে আমিরের দুই প্রাক্তন স্ত্রীকে দেখা গেল বেশ খোস মেজাজে। সাদা কুর্তা এবং পাজামায় কাঁচা পাকা চুল দাড়িতে দেখা মিলল তার। অন্যদিকে আমিরের মেয়ে পড়েছিলেন লাল গাউন। জামাই নুপুরের পড়নে ছিল কালো স্যুট। প্রায় দু বছর ধরে ফিটনেস কোচ নুপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন ইরা খান। যদিও অভিনব কায়দায় আন্টি বদল সারেন নূপুর ইরা।
বাইতে পারিবারিক সকলকে নিয়ে বাগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ক্যামেরার সামনে ইরার মা এবং আমিরের প্রথম স্ত্রী রিনা ও দ্বিতীয় স্ত্রী কিরণ একসঙ্গে হাসিমুখে পোজ দিলেন। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমিরের মা জিনাত হোসেন। এখানে দেখা গেল অভিনেতা ইমরান খান এবং মনসুর খানকে। অতএব ইরার বাগদান অনুষ্ঠান উপলক্ষে খান পরিবারকে একসঙ্গে পাওয়া গেল।