মহানগর ডেস্ক: ভারতের ইতিহাস নতুন করে লেখার জন্য ঐতিহাসিকদের আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । সেইসঙ্গে আশ্বাস দিলেন এ ব্যাপারে কেন্দ্রের বিজেপি সরকার (central Government) তাঁদের সবরকমের সাহায্য করবে। রাজধানী দিল্লিতে অসম সরকারের একটি অনুষ্ঠানে এই আহ্বান জানান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি ইতিহাসের ছাত্র। তিনি বহুবার শুনেছেন ভারতের ইতিহাসকে ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বহু তথ্যের বিকৃতি ঘটানো হয়েছে। হতে পারে কথাটা সত্যিষ তবে এখন তা সংশোধন করা দরকার। যাঁরা ইতিহাসকে ঠিকভাবে তুলে দিতে চান না, তাঁদের কাছে কেন্দ্রীয়মন্ত্রী প্রশ্ন ছুড়ে দিতে চান।
দিল্লিতে সতেরো শতকের অহোম জেনারেল লাচিত বরফুকমের চারশোতম জন্মবার্ষিকীতে বক্তব্য রাখতে গিয়ে ভারতের ইতিহাস লেখকদের প্রশ্নের মুখে দাঁড় করান তিনি। তাঁর অনুযোগ দেশের ইতিহাস ঠিকভাবে লেখা হয়নি। প্রসঙ্গত, চব্বিশে নভম্বর লাচিত দিবস উপলক্ষ্যে পালিত হয়। সেই উপলক্ষে দিল্লিতে অসম সরকারের অনুষ্ঠানে শাহ বলেন, তিনি সমস্ত পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এখানে বসে ভারতের ইতিহাস ভুলভাবে লেখা হয়েছে, তা নিয়ে আলোচনা করার অনুরোধ জানাচ্ছেন এবং তিরিশটি রাজতন্ত্র, যারা দেশের যেসব জায়গায় শাসন করেছে, তাদের নিয়ে এবং দেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা লড়াই করেছেন, সেইরকম তিনশোটি বিশিষ্ট ব্যক্তিত্ব নিয়ে গবেষণা করার। একসময় দিস্তে দিস্তে লেখা হয়েছে। মিথ্যে তথ্য তুলে ধরা হয়েছে, যা আর করা যাবে না। বিজ্ঞানভবনে ঐতিহাসিকদের এবং পড়ুয়াদের কেন্দ্রীয় সরকার তাঁদের গবেষণায় সাহায্য করবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বার্তা, এগিয়ে আসুন, গবেষণা করুন এবং নতুন করে ইতিহাস লিখুন, যা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা সম্ভব হয়।