মহানগর ডেস্ক: আজ, রবিবার পাটনায় বিজেপি সেলের বৈঠকে ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুপুরেই পাটনা বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে। জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ অধিবেশনে ভাষণ দিতে পারেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। যিনি এই মুহূর্তে পাটনাতেই রয়েছেন।
দলীয় নেতার সূত্রে, বিভিন্ন বিজেপি সেলের দু’দিনের যৌথ জাতীয় কার্যনির্বাহী সভার সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন শাহ। সূত্র অনুযায়ী, অধিবেশনে ভাষণ দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের জাতীয় সভাপতি সন্ধ্যায় রাজ্য বিজেপি অফিসে পৌঁছাবেন এবং কথা বলবেন নেতাদের সঙ্গে।। বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ রাজীব রঞ্জন বলেছেন, ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বিহারের বেশ কয়েকটি জেলায় পার্টি অফিসের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।
সমস্ত কাজ শেষে আজই রাত সাড়ে দশটায় নয়া দিল্লির উদ্দেশে রওনা দেবেন শাহ এবং নাড্ডা।