Home Featured Amit Shah: ৮ আগস্ট ওড়িশা সফরে শাহ

Amit Shah: ৮ আগস্ট ওড়িশা সফরে শাহ

by Anamika Nandi
Amit Shah: ৮ আগস্ট ওড়িশা সফরে শাহ

মহানগর ডেস্ক: ৮ আগস্ট ওড়িশা (Odisha) সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্র অনুযায়ী, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী হরেকৃষ্ণ মাহাতাব দ্বারা প্রতিষ্ঠিত ওড়িয়া দৈনিক ‘প্রজাতন্ত্র’-এর ৭৫ তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে উপস্থিত হবেন শাহ।

প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ‘প্রজাতন্ত্রের ৭৫ তম বার্ষিকী দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীর সঙ্গে মিলে যায়। এই বছর ওড়িশার এক কন্যা ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। এই সন্ধিক্ষণে শাহের ওড়িশা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ’। রবিবার কটকে একটি সভায় সভাপতিত্ব করেন মিস্টার প্রধান। যা শাহের সফরের আগে প্রস্তুতি পর্যালোচনা করার জন্য অনুষ্ঠিত হয়েছিল।

যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। লোকসভা সাংসদ ভর্তৃহরি মাহাতাব দৈনিকটির বর্তমান সম্পাদক। যিনি দলীয় নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের কারণে বিজেডি থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যে দু’দিনের সফরে রয়েছেন। তিনি নেতাজির জন্মস্থান জানকীনাথ ভবন পরিদর্শন করেছেন।

পাশাপাশি বলেছেন, “নেতাজির জন্মস্থান জানকীনাথ ভবন, যা এখন যাদুঘরে রূপান্তরিত হয়েছে, একটি তীর্থস্থানের চেয়ে কম কিছু নয়। আমি সৌভাগ্যবান যে ভারতের এইরকম একজন সুরবীরকে শ্রদ্ধা জানাতে আজ আবার এই পবিত্র স্থানটি পরিদর্শন করতে পেরেছি। সাহস এবং ত্যাগের প্রতিমূর্তি তিনি”।

You may also like