Home Featured AMIT SHAH: অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য প্রতিটি রাজ্যকে নির্দেশ অমিত শাহের

AMIT SHAH: অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য প্রতিটি রাজ্যকে নির্দেশ অমিত শাহের

by Arpita Sardar
amit shah, state government, unethical intrude

মহানগর ডেস্কঃ ভারতে অনুপ্রবেশকারীদের নিয়ে আবারও কঠোর মনোভাব ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অবৈধ অনুপ্রবেশ রুখতে অতীতে একাধিকবার বিভিন্ন নির্দেশিকা জারি করেছিলেন অমিত শাহ। সূত্রের খবর, অতীতের সেই ধারা বজায় রেখেই সম্প্রতি একটি বৈঠকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, আটক এবং পরবর্তীতে তাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে গোয়েন্দা প্রধানদের কড়া নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

খুব সম্প্রতি দিল্লিতে প্রতিটি রাজ্যের গোয়েন্দা প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত নিয়ে সরকারকে সচেতন থাকতে নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি স্পষ্টই জানান, ভারতে যেভাবে অবৈধভাবে অনুপ্রবেশ হয়ে চলেছে সেটা নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। এই অবৈধ কর্মকাণ্ড আটকানোর জন্যই কঠোর এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে গোয়েন্দা অফিসারদের তিনি নির্দেশ দেন, প্রতিটি রাজ্যে অন্তত ১০০ জন অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করে রাখতে হবে। তাদেরকে চিহ্নিত করার পাশাপাশি আটক করে জেরা করে তবেই ফেরত পাঠানোর নির্দেশ দেন তিনি।

বৈঠকে শাহ অভিযোগ করেন, অবৈধ অনুপ্রবেশের কথা প্রতিবেশী দেশ মানতে চাইছে না। তবে দেশের প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থা নিতেই হবে বলে জানান তিনি। শুধু পশ্চিমবঙ্গই নয়। পাশাপাশি কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাত ইত্যাদি রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং পরবর্তীতে আটক এবং তাঁদের ফেরত পাঠানোর মত ব্যবস্থা গ্রহণ করতে হবে।। একিসঙ্গে বিহারের কথাও উল্লেখ করেন অমিত শাহ।

অমিত শাহ জানিয়েছেন, সাম্প্রতিক কালে বিহার এবং উত্তরপ্রদেশ এই দুই রাজ্যে জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েই চলেছে। বিশেষত মুসলিমদের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে অনেক গুণ। আর সেই ইস্যুতেই এই নির্দেশিকা বলে ম্নে করছেন বিশেষজ্ঞরা।

You may also like