Home Entertainment Amitabh Bachchan-Rishi Sunak : ঋষির জন্য গর্বিত অমিতাভ, ইংল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীকে জানালেন শুভেচ্ছা

Amitabh Bachchan-Rishi Sunak : ঋষির জন্য গর্বিত অমিতাভ, ইংল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীকে জানালেন শুভেচ্ছা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : অবশেষে কনজারভেটিভ পার্টির তরফে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হল ঋষি সুনকের নাম। দীপাবলীর দিনে এমন ঘোষণা স্বাভাবিকভাবেই ভারতীয়দের আনন্দের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। কারণ ইতিহাসে এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কোন ব্যক্তি শাসন ভার সামলাবে ইংল্যান্ডের। দেশের ৫৭তম এবং এখনো পর্যন্ত সবচেয়ে অল্প বয়স্ক প্রধানমন্ত্রী ঋষি। আর বাকি পাঁচজন ভারতীয় মত ভীষণ খুশি অমিতাভ বচ্চন। টুইটারে সেই শুভেচ্ছা জানালেন ঋষিকে।

এদিন ঋষি সুনাক প্রধানমন্ত্রী ঘোষণা হওয়ার পরেই অমিতাভ নিজের টুইটারে লিখেছেন,’ ভারত মায়ের জয়। ইংল্যান্ড অবশেষে তার নতুন প্রধানমন্ত্রী পেল যে আমাদের দেশের সঙ্গে যুক্ত’।

উল্লেখ্য, লিজ ট্রাসকে হারিয়ে অবশেষে ইংল্যান্ডের প্রধানের আসনে ভারতীয় বংশোদ্ভূত সন্তান ঋষি সুনাক। এর আগে লিজ ইংল্যান্ডের শাসনভার হাতে নিলেও তা সামলাতে পারেননি। ফলে অল্প দিনের মধ্যেই পদত্যাগ জানান তিনি। এখনো পর্যন্ত ইংল্যান্ডের সবথেকে ক্ষুদ্র সময়ের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লিজ ট্রাস। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাইবেল নয়, গীতা হাতে শপথ নিয়েছেন তিনি।

উল্লেখ্য জাতীয় বংশোদ্ভূত ঋষির বাবা জেনারেল প্রাকটিশনার ইয়াসভীর সুনাক এবং মা ফার্মাসিস্ট ঊষা সুনাক। ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ন মূর্তির জামাই ঋষি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে অক্ষতা মূর্তির সঙ্গে পরিচয় এবং পরে বিয়ে। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে অনুষ্কা এবং কৃষ্ণা।

You may also like