মহানগর ডেস্ক : গতকাল ৮০ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন। স্বাভাবিকভাবেই তার সোশ্যাল মাধ্যম জুড়ে ভেসে গেছে শুভেচ্ছা বার্তায়। সেই তালিকায় নাম লিখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। একরাশ ভালোবাসা এবং দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলেন অমিতাভ বচ্চনকে। এবার সেই শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন স্বয়ং বিগ বি।
প্রধানমন্ত্রীর ওই বার্তায় অমিতাভ লিখেছেন,’ অনেক শ্রদ্ধা জানাই আপনাকে শ্রী নরেন্দ্র মোদি জি। ধন্যবাদ জানাই আপনাকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আপনার প্রত্যেকটি শব্দ আমাকে এগিয়ে চলার সাহস যোগায়। স্যালুট।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন নমস্কারের ইমোজি।
परम आदरणीय, श्री नरेंद्र मोदी जी, आपकी शुभकामनाओं के लिए मैं आभार प्रकट करता हूँ । आपके आशीर्वाद रूपी शब्द, मेरे लिए सदा प्रेरणा का स्तोत्र रहेंगे । प्रणाम 🙏🙏🙏🚩 https://t.co/Jc9doWdIfF
— Amitabh Bachchan (@SrBachchan) October 11, 2022
উল্লেখ্য জন্মদিনের দিন নিজের পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময়টা কাটিয়েছেন বলিউড শাহেনশাহ। এদিন তার জুহুর বাড়ি জলসার সামনে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্তরা। গতবছরও এখানেই দাঁড়িয়ে ভক্তদের হাত নেড়েছিলেন জন্মদিনের দিন। এছাড়াও তার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। সুরাজ বারজাতিয়ার পরবর্তী ছবি উচাইতে দেখা যাবে তাকে। একইসঙ্গে সেই ছবিতে দেখা যাবে অনুপম খের, বমান ইরানি এবং পরিণীতি চোপড়াকে।