Home Entertainment Amitabh Bachchan : ৮০ বছর বয়সে বছরে পাঁচটি ছবি মুক্তি, বিশ্রাম কী জানেন না অমিতাভ

Amitabh Bachchan : ৮০ বছর বয়সে বছরে পাঁচটি ছবি মুক্তি, বিশ্রাম কী জানেন না অমিতাভ

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : দেখতে দেখতে আশি বছরে পায়ে দিলেন অমিতাভ বচ্চন। দুবার কোভিডকে হারিয়ে জোর কদমে কাজ করে যাচ্ছেন রুপালি পর্দায়। রিয়েলিটি শো থেকে পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সবকিছুতেই চুটিয়ে কাজ করছেন অমিতাভ। একটু বেশি স্পেশাল বিগ বির জন্য। একটা দুটো নয়, বরং পাঁচটি ছবি আসতে চলেছে তার।

ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে বেশ কয়েকটি ছবি। স্পোর্টস বায়োগ্রাফিক্যাল ড্রামা ঝুন্ড, মাইথোলজিক্যাল ফিকশনাল ছবি ব্রহ্মাস্ত্র, ইমোশনাল স্টোরি গুডবাই। এবং সত্যি ঘটনার উপর নির্ভর করে রানওয়ে ৩৪। রয়েছে তার পরবর্তী ছবি উচাই। তবে প্রত্যেকটি ছবিতেই একেবারে অন্য ধারায় ধরা দিয়েছেন তিনি।

একই সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন বিজ্ঞাপনেও। যার মধ্যে অন্যতম আরবিআই, পার্কার পেন, গুজরাট ট্যুরিজম, নবরত্ন তেল, জাস্ট ডায়াল, ইমামি এবং কল্যান জুয়েলারি। ২০০০ সাল থেকে এখনো পর্যন্ত সমানে পাল্লা দিয়ে চলেছেন বাকি রিয়ালিটি শো গুলোর সঙ্গে। তবে কোথাও গিয়ে যেন তার কোন বানেগা ক্রোড়পতি একেবারে আলাদা। আজও টিআরপি তালিকাতে রিয়ালিটি শো হিসেবে সবার থেকে এগিয়ে থাকেন তিনি।

You may also like