মহানগর ডেস্ক : অমিতাভ বচ্চন, একসময় যিনি নিজেই বাংলার জামাইবাবু বলে গর্ব করতেন। আর বাঙালিরাও চিরকাল এটাই জেনে এসেছে। আর তার বদলে অফুরান ভালোবাসা দিয়ে গিয়েছেন বচ্চন পরিবারের প্রত্যেকটি সদস্যকে। তবে এবার তিনি বাঙালিদের মন ভাঙলেন। কেবিসির মঞ্চে বসে বললেন বাংলা নন, তিনি আসলে মধ্যপ্রদেশের জামাই রাজা। আর তা শোনার পর থেকেই বাঙালি ভক্তদের মুখ ভার। কী ভাবে তাদের জামাইবাবু অন্য রাজ্যের জামাইবাবু হয়ে যেতে পারে?
আসলে ভোপালের এক প্রতিযোগী অমিতাভ বচ্চনের সঙ্গে খেলার সুযোগ পান কৌন বনেগা ক্রোড়পতি’তে। সেখানেই অমিতাভকে বলতে শোনা যায়,’ আপনি ভোপালের মানুষ? আমিতো ওখানকার জামাই রাজা’? তবে পুরোপুরি মিথ্যা এমনটা নয়। জয়া বচ্চন বাঙালি হলেও তার জন্ম আসলে ভোপালে। সেখানেই পড়াশোনা বড় হয়ে ওঠা। পরে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক হন তিনি। সে দিক থেকে দেখতে গেলে শুধু বাংলা নয়, মধ্যপ্রদেশেরও একটু অধিকার রয়েছে। তবে সে তার অন্তরে অন্তরে সে কথা নিজেই জয়া বচ্চন কিছুদিন আগে কেবিসিতে এসে বলে গিয়েছেন। এমনকি বাংলার সঙ্গে যোগ রয়েছে অমিতাভের। দীর্ঘ বছর চাকরি জীবন কাটিয়েছেন এখানেই। এখানে কাজ করতে করতেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন বিগ বি। ফলে স্বামী-স্ত্রী দুজনেই আলাদা টান রয়েছে বাংলার সঙ্গে। সেকথা নিজেরাই স্বীকার করেছেন সজল চোখে।
দেখতে দেখতে ৮০ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন। তবে বয়স ৮০ ছুলেও অন্তরে তিনি এখনও অষ্টাদশীর যুবক। তার অদম্য প্রাণশক্তির দমাতে পারেনি কিছুতে। দু বার কোভিড আক্রান্ত হয়েও টেলিভিশনে ফিরেছেন তিনি। বড় পর্দা থেকে রিয়েলিটি শো চুটিয়ে কাজ করে চলেছেন এখনো।