মহানগর ডেস্ক : কোন বানেগা ক্রোড়পতির মঞ্চে এবার হাজির হয়েছিলেন কাজল। বিগবির সঙ্গে একদম খোলা মনে আড্ডা দিলেন তারকা। কাজল ছাড়াও উপস্থিত হয়েছিলেন সালমা ভেনকি। সেখানে নিজের পুরনো দিনের শুটিং এর কথা বলতে বলতে উঠে এলো না না অজানা তথ্য। আর সেখানেই জানা গেল একবার কাভি খুশি কাভি গম ছবির সেটে বিগবির কাছে জোরে ধমক খেয়েছিলেন কাজল।
কথায় কথায় কাজল জানালেন তিনি অমিতাভ বচ্চনকে বেশ ভয় পান। যদিও কম যান না অমিতাভ। বললেন,’ খুব মিথ্যে কথা বলে এই মেয়েটা। সারাদিন শুটিং সেটে বকবক করে গেল। একটুও ভয় পায় না। সব বানানো’। তারপরেই অমিতাভ বলেন,’ কি আর বলব এমন একটা দৃশ্যে সবাই অভিনয় করছে যেখানে কারো ডায়লগ নেই। সবাই কাঁদছে ভীষণ গুরু গম্বীর একটা চরিত্র। আর এ দাড়িয়ে দাড়িয়ে হেসে যাচ্ছে। তাই ওকে থামানোর জন্য খুব বকে ছিলাম আমি’। তারপরেই লজ্জা পেয়ে মুখ লুকান কাজল।
প্রসঙ্গত কাজল এবং সালমা তাদের পরবর্তী ছবি প্রচারের জন্য এসেছিলেন। ‘দ্য লাস্ট হুররে’ বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হবে তাদের পরবর্তী ছবি।