মহানগর ডেস্ক : বলিউড শাহিন শাহ বা বিগ বি যে নামে ডাকা হোক না কেন আজও তিনি ভারতীয় বিনোদন জগতের অন্যতম উজ্জল নক্ষত্র। ভারতীয় সিনেমায় তার অবদান কোনদিন ভোলার নয়। একাধিক ছবিতে কাজ করেও পা তার মাটিতেই। যে কারণে সঙ্গে ফ্রেম শেয়ার করতে মরিয়া থাকেন যেকোনো সুপারস্টার। তবে আজ অমিতাভ বচ্চন বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও নিজের জীবনটার একদম প্রথম দিকে ছিলেন চাকুরীজীবী।
সাল ১৯৬৮। আচমকাই স্মৃতির পাতায় ডুব দিলেন অমিতাভ। জানালেন জীবনের প্রথম মাসিক ইনকাম ছিল ১৬৪০ টাকা। আর সেই টাকা দিয়েই ভাড়ার ঘরে থাকতেন বাকি সাত জন লোকের সঙ্গে। কলকাতায় থাকাকালীন চাকরি করতেন একটি কোম্পানিতে। সেখানেই বন্ধুবান্ধব পরিজনকে নিয়ে হৈ হৈ করে থাকতেন বিগ বি। সেই মুহূর্তের কথাই ভাগ করে নিয়েছেন টুইটারে নিজের অনুরাগীদের সঙ্গে। একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে তিনি লিখেছেন,’ দেখো আমি কি খুঁজে পেয়েছি’। উৎসাহিত বিগ বি লেখেন,’ চাকরি জীবনের শেষ দিন। কলকাতার একটি কোম্পানি ১৯৬৮ সাল। যখন মাইনে ছিল ১৬৪০ টাকা। এখনো সেটা ভালোভাবে রেখে দিয়েছি। কলকাতা যেটা প্রথম স্বাধীন ভাবে চিনিয়েছিল আমাকে’।
বোঝাই যাচ্ছে ঠিক কতখানি মিস করেন তিনি তার অতীত জীবনকে। সেই কারণেই বারবার কলকাতার বুকে ফিরে আসেন অমিতাভ। কলকাতার জামাই তিনি। কলকাতায় এসে কাজও করেছেন একাধিকবার। এখনো পর্যন্ত কলকাতায় তার শেষ কাজ পিকু। তবে এই বছরটা বেশ ভালই যাচ্ছে অমিতাভের। একই বছরে পাঁচটি ছবিতে কাজ করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে গুডবাই। যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা। এই প্রথম বলিউডের ডেভিউ করলে দক্ষিণী এই সুন্দরী।