মহানগর ডেস্ক : এবার থেকে আর যখন তখন নকল করা যাবে না অমিতাভ বচ্চনের গলার স্বর। ব্যবহার করা যাবে না তার ছবি। অন্তত এমন পরিকল্পনা যদি কেউ করে থাকেন তাহলে আগে অনুমতি নিতে হবে। জানিয়ে দিলেন দিল্লির হাইকোর্ট। অমিতাভের আবেদনের উপর ভিত্তি করে তার কণ্ঠস্বর, ছবি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
শুক্রবার দিল্লির হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বলিউড শাহেনশা। সেখানে তার আইনজীবীর তরফে দায়ের করা হয় অনুমতি ছাড়া অমিতাভের কণ্ঠস্বর, নাম, ছবি এবং ব্যক্তিত্বের ওপর কারোর অধিকার থাকবে না। অর্থাৎ তাকে আর কোনোভাবে নকল করা যাবে না সোশ্যাল মাধ্যমে। অনেকেই তার কণ্ঠস্বর ব্যবহার করে অর্থ উপার্জন করেন। বিশেষ করে এই ধরনের শিল্পীদের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
অমিতাভের আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সম্প্রতি অমিতাভবচ্চনডটকম নামের একটি ডোমেন বিক্রি হয়েছে। তার সঙ্গে নাকি অমিতাভের কোন রকম সম্পর্ক নেই। তাই অমিতাভের নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাই আভাস দিয়েছেন আইনজীবী। শুধুমাত্র শিল্পীর নিজের তার নাম, কণ্ঠস্বর ,ছবি এবং ব্যক্তিত্বের ওপর অধিকার থাকবে।
সূত্রের খবর অনুযায়ী গোটা বিষয়ের ওপর বিস্তর আলোচনা করে অবশেষে তার আবেদনে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। শুধু ভারতেই নয় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে গোটা বিশ্বে।