Home Entertainment Amitabh Bachchan : নিঃস্ব হয়ে গিয়েছিলেন অমিতাভ, তবু নেননি ধীরুভাই আম্বানির সাহায্য

Amitabh Bachchan : নিঃস্ব হয়ে গিয়েছিলেন অমিতাভ, তবু নেননি ধীরুভাই আম্বানির সাহায্য

by Oindrila Chakraborty
Amitabh Bachchan : নিঃস্ব হয়ে গিয়েছিলেন অমিতাভ, তবু নেননি ধীরুভাই আম্বানির সাহায্য

মহানগর ডেস্ক : ভারতীয় সিনেমা জগতের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। তার সঙ্গে এখনও কাজ করার জন্য মুখিয়ে থাকেন বড় বড় তারকারা। জীবনের নানা ওঠাপড়া সবকিছুর সাক্ষী অমিতাভ। একবার এতটাই অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিলেন যে ন্যূনতম উপার্জন টুকু ছিল না তার। তবুও ফিরিয়ে দিয়েছিলেন ধীরুভাই আম্বানির সাহায্য।

সালটা ১৯৯৪। নিজের কোম্পানি খুললেন অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড। তবে এন্টারটেনমেন্ট দুনিয়াতে সেই ভাবে পারেনি তার কোম্পানি। তবে প্রচুর অর্থের বিনিময়ে লোন নিয়েছিলেন ব্যাংক থেকে। বেশ কিছু বছর চললেও ১৯৯৯ সালে আচমকাই ভীষন ক্ষতির মুখে পড়ে তার কোম্পানি। এমনকি ব্যাংক থেকে মোটা অংকের টাকা লোন পর্যন্ত নিয়েছিলেন তিনি। এই টাকা ফেরত দেওয়ার মতন অবস্থা তার পাশে তখন ছিল না। তার স্বপ্নের বাড়ি প্রতীক্ষা ব্যাংক বন্ধ করে দিয়েছে। সেই সময় টানটান অবস্থায় বচ্চন পরিবারে।

পাশে এসে দাঁড়াতে চেয়েছিলাম ধীরুভাই আম্বানি। তার ছেলে অনিল আম্বানিকে বলেছিলেন বিগবি এই সময় খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার পাশে দাঁড়ানো উচিত। এমনকি অর্থনৈতিকভাবে পুরোপুরি সাহায্য পর্যন্ত করতে চেয়ে ছিলেন তিনি। তবে বিগবি ফিরিয়ে দিয়েছিলেন সেই সাহায্য। কারণ তিনি জানতেন না যে টাকা তিনি ধার নেবেন সে টাকা তিনি ফেরত দিতে পারবেন কিনা। যদিও পরবর্তীকালে নিজের তাগিদে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিলেন বিগ বি।

সেখানকার নিজেও একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। এমনকি রিলায়েন্স গ্রুপের ৪০ তম দিবসে এসে সে কথা বারবার জানিয়েছেন বিগ বি। একইসঙ্গে ভগবানের কাছে ধন্যবাদ জানিয়েছেন দুঃসময়ে এমন বন্ধু পাশে পাওয়ার জন্য।

You may also like